বিন পাড়াতে উদ্ধার ড্রোন, তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ

এয়ারপোর্ট থানার অন্তর্গত বিন পাড়া এলাকায় উদ্ধার হয়েছে একটি ড্রোন। জমিতে ঘাস কাটতে গিয়ে স্থানীয়দের নজরে আসে এটি। খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাতে তৈরি একটি ড্রোন। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ড্রন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Aug 1, 2025 - 23:58
Aug 2, 2025 - 00:08
 0  29
বিন পাড়াতে উদ্ধার ড্রোন, তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ
ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়ার বিন পাড়ায় উদ্ধার ড্রোন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া বিন পাড়া এলাকা থেকে উদ্ধার একটি ড্রোন। শুক্রবার ঘাস কাটতে গিয়ে এই ড্রোন মাটিতে পরে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। যদিও এই ড্রোনটি কোথায় থেকে এখানে এসেছে সেবিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

                ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া এয়ারপোর্ট থানার অন্তর্গত বিন পাড়া এলাকায় একটি ড্রোন উদ্ধার হয়েছে শুক্রবার। যদিও এটি কোন কোম্পানির তৈরি ড্রোন নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পার্টস ক্রয় করে হাতে তৈরি করা হয়েছে এর ড্রোন। যে বা যারা এই ড্রোন তৈরি করেছেন তারা ড্রোন তৈরিতে অত্যন্ত দক্ষ। শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া বামুটিয়ার বিধানসভার বিনপাড়ায় ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। এই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে কোন আন্তর্জাতিক চক্র ভারতের ভেতর নজরদারির জন্য এর ড্রোন ব্যবহার করেনিতো? নাকি স্থানীয় কোন ব্যক্তি এর সাথে জড়িত রয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই বিষয়ে কোন ধরনের পোস্ট করুন পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow