কৃষি কলেজে পালিত জাতীয় কৃষি দিবস, সংবর্ধিত কৃষকরা

কৃষি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতীয় কৃষি দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কৃষকদের সম্মান জানিয়েছে কৃষি কলেজ।

Dec 23, 2024 - 23:59
Dec 24, 2024 - 09:13
 0  51
কৃষি কলেজে পালিত জাতীয় কৃষি দিবস, সংবর্ধিত কৃষকরা
কৃষি কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতীয় কৃষি দিবস পালন কর্মসূচির।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সোমবার কৃষি কলেজে উদযাপিত হল জাতীয় কৃষি দিবস। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের নিয়ে এই দিনটি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। কৃষকদের দেওয়া হয়েছে সংবর্ধনা। পাশাপাশি দিনভর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কৃষকদের নিয়ে।

                 কৃষি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এদিন পালিত হয়েছে জাতীয় কৃষক দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে কৃষি কলেজের তরফে। যে সমস্ত কৃষকরা বিশেষ বিশেষ ক্ষেত্রে ভালো সাফল্য পেয়েছেন উনাদের দেওয়া হয়েছে এই সংবর্ধনা। এদিনের অনুষ্ঠানে কৃষি দপ্তরের সহ অধিকর্তা ডঃ উত্তম সাহা বলেন প্রত্যেক কৃষককে বিজ্ঞানভিত্তিক কৃষিকাজের দিকে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করার দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে কাজ করতে হবে কৃষকদের। অন্যদিকে বিশিষ্ট কৃষিবিদ ডক্টর রাজিব ঘোষ বলেন বর্তমানে কৃষকরা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। প্রয়োজন সেটাকে আরও বৃদ্ধি করা। আগামী দিনে ত্রিপুরাকে আর্থিকভাবে আরো মজবুত করতে কৃষকরা সহায়ক ভূমিকা নিতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রী ঘোষ। এই দিন রাজ্যের পেঁয়াজ চাষের সম্ভাবনা নিয়ে কৃষকদের উৎসাহিত করেছেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস ‍‌। তিনি বলেন ত্রিপুরাতে পেঁয়াজের যে চাহিদা তার সাথে সামঞ্জস্য রেখে ত্রিপুরাতে পেঁয়াজ উৎপাদন হচ্ছে না। কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাবার্ডের আর্থিক সহায়তায় কৃষি কলেজের উদ্যোগে কৃষকরা পেঁয়াজ চাষে এগিয়ে এসেছেন। রাজ্যের কৃষকরা আরও ব্যাপকভাবে পেঁয়াজ চাষে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কলেজের প্রিন্সিপাল দেবাশীষ সেন, কৃষি কলেজের সহ অধ্যাপক ত্রিদিপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow