গাঁজা সমেত ৬ অভিযুক্ত পুলিশের জালে
দ্যা ফ্যাক্ট:-গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সমেত বিহার থেকে আগত পাঁচজন এবং স্থানীয় একজন সমেত মোট ছয়জনকে গাঁজা কেনাবেচার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ভোরে ডাইনমারা এলাকার সুরেন্দ্র দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সমেত অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানান মোহনপুরের এসডিপিও বিজয় সেন।
বহিঃরাজ্য থেকে ত্রিপুরাতে এসে প্যাকেট ভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় প্রতিনিয়ত পুলিশের হাতে ধরা পড়ছে নেশাকারবারিরা। পুলিশের কাছে খবর আসে ডাইনমারা এলাকার সুরেন্দ্র দেববর্মার বাড়িতে বিহার থেকে আসা বেশ কিছু নাগরিক অবস্থান করছে। তারা গাঁজা কেনার পর সেগুলো বিহারে নিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার ভোরে সুরেন্দ্র দেববর্মার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে মোট ছয় অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এর মধ্যে পাঁচজন বিহারের বাসিন্দা। একজন ত্রিপুরার অটো চালক হিসেবে এদের সঙ্গে ছিল। অভিযুক্তরা হল আশা দেভী, দুর্গা দেভী,লীলাম দেভী,মায়া দেভী, অটোচালক গৌতম রায় এবং শ্রীবোন মাহালডের। যদিও বাড়ির মালিক সুরেন্দ্র দেববর্মা পুলিশি অভিযানের আঁচ পেয়ে আগেই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন । এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রজু করেছে পুলিশ। এদের জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর বিভিন্ন তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে লেফুঙ্গা থানার পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
What's Your Reaction?