বামুটিয়ায় বসলো সিড প্রসেসিং ইউনিট, অপেক্ষা উদ্বোধনের
বামুটিয়া কৃষি মহকুমা এলাকার অন্তর্গত তেবাড়িয়ায় স্থাপন করা হয়েছে সিড প্রসেসিং ইউনিট। এতে ধানের বীজ প্রক্রিয়াকরণের মাধ্যমে তুলে দেওয়া হবে কৃষকদের হাতে। এখন অপেক্ষা উদ্বোধনের।

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া কৃষি মহকুমা এলাকায় উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত সিড প্রসেসিং ইউনিট। বামুটিয়ার তেবারিয়ায় স্থাপন করা হয়েছে সিট প্রসেসিং ইউনিট। ক্ষেতে ধানের বীজ প্রসেসিং করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বামুটিয়া সহ তার পার্শ্ববর্তী এলাকার ধানচাশীরা হবেন উপকৃত। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের সফল ট্রায়ের রানসম্পন্ন।
আগামী দিনে বামুটিয়া সহ তার পার্শ্ববর্তী এলাকার ধানচাষীদের বীজ পাওয়ার ক্ষেত্রে একটি দারুণ সুযোগ অপেক্ষা করছে। ইতিমধ্যেই তেবাড়িয়া এলাকায় স্থাপন করা হয়েছে ধানের বীজ প্রক্রিয়াকরণ মেশিন। ইতিমধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়েগেছে। হয়েছে ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বামুটিয়া কৃষি মহকুমার এগ্রি সুপারেনটেন্ট রাজু রবি দাস বলেন এই প্রকল্প শুরু হলে বামুটিয়া সহ মান্দাই, মোহনপুর, জিরানিয়া, সিমনা সহ বিভিন্ন অঞ্চলে ধানের বীজ সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে পশ্চিম জেলাতে শুধুমাত্র বামুটিয়া কৃষি মহকুমা এলাকাতেই রয়েছে এই সীড প্রসেসিং ইউনিট। বিশেষ করে পশ্চিম জেলা এলাকাতে চাষীদের ধানের বীর সরবরাহ করার ক্ষেত্রে এই প্রকল্প অত্যন্ত সহায়ক হবে। অন্যদিকে এই এলাকার চাষীদের কাছ থেকে ধানের বীজ সংগ্রহ করার পর অতি সহজে এই ইউনিটে তা প্রসেসিং করা সম্ভব হবে। এলাকার কৃষক এবং সচেতন মহলের দাবি অতিসত্বর এই সিড প্রসেসিং ইউনিট উদ্বোধন করে এলাকার কৃষকদের তার সুফল প্রদান করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করুক কৃষি দপ্তর।
What's Your Reaction?






