রাজধানী থেকে নিখোঁজ নাবালিকা উদ্ধার সোনামুড়ায়
হোম থেকে নিখোঁজ হবার ৫ দিন পর উদ্ধার নাবালিকা
দ্যা ফ্যাক্ট:-আগরতলার সরকারি হোম থেকে নিখোঁজ হবার ৫ দিন পর উদ্ধার নাবালিকা। সোনামুড়ার সাহাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য গান্ধীগ্রাম এলাকা থেকে প্রায় ২০ দিন আগে নিখোঁজ হয়েছিল এই নাবালিকা । প্রশাসনের তৎপরতায় ঐসময় গুলচক্কর এলাকা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযোগ আকাশ মিঞা নামে এক যুবক তাকে বলপূর্বক নিয়ে গিয়েছিল। মেয়েটিকে উদ্ধার করে নিরাপত্তাজনিত কারনে তাকে রাখা হয়েছিল একটি সরকারি হোমে।পরবর্তী সময়ে গত ৮ ই জুন মেয়েটি পুনরায় সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে যায়।
বহু খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না মেলায় পরিবারের লোকেরা পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগমূলে তদন্তে নেমে বুধবার সোনামুড়া এলাকায় পুনরায় তার সন্ধান পায় পুলিশ। সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ,এসডিপিও সমীর রায়ের নেতৃত্বে এবং বিএসএফের সহযোগিতায় সোনামুড়ার সাহাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে।
যদিও এই ঘটনার প্রধান অভিযুক্ত আকাশ মিঞা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় পুলিশ। পরবর্তী সময়ে পশ্চিম মহিলা থানার পুলিশ সোনামুড়া থেকে নাবালিকা মেয়েকে নিয়ে আসে আগরতলায়। এখন দেখার বিষয় সরকারি হোম নাবালিকাকে নিরাপত্তা প্রদানে সক্ষম হয় কিনা।
What's Your Reaction?