BSF- ত্রিপুরা ফ্রন্ট্রিয়ার পরিদর্শন করেন IG পীয়োষ পুরুষোত্তম দাস

শালবাগানে BSF-র ত্রিপুরা ফ্রন্ট্রিয়ার পরিদর্শন করেন IG

Feb 1, 2024 - 21:51
 0  38
BSF- ত্রিপুরা ফ্রন্ট্রিয়ার পরিদর্শন করেন IG পীয়োষ পুরুষোত্তম দাস
ত্রিপুরা ফ্রন্ট্রিয়ারে BSF-র আইজিকে গার্ডঅফ অনার প্রদান। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- শালবাগানে সীমান্ত রক্ষী বাহিনী ত্রিপুরা ফ্রন্ট্রিয়ার পরিদর্শন করেন সীমান্ত রক্ষী বাহিনীর আই জি পীয়োষ পুরুষোত্তম দাস। বৃহস্পতিবার সকালে তিনি ফ্রন্ট্রিয়ার পরিদর্শন করেন।এদিন পীয়োষ পুরুষোত্তম দাসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সীমান্ত রক্ষী বাহিনী ১৯৯ বাহিনীর আইজি এদিন গোটা ফ্রন্ট্রিয়ার ঘোরে দেখেন। পরবর্তী সময়ে সীমান্ত রক্ষী বাহিনী জোওয়ানদের সাথে কথা বলেছেন পীয়োষ পুরুষোত্তম দাস।

পাশাপাশি এই দিন রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি। যে সমস্ত জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ফেনসিং ছেড়ে গেছে সেগুলিও সৌরজমিনে পরিদর্শন করলেন আইজি পীয়োষ পুরুষোত্তম দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow