উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয়ে প্যাটেল বুট এবং বাস পরিষেবা সূচনা করলেন পর্যটন মন্ত্রী
রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয় প্যাডেল বোট এবং পর্যটকদের জন্য দুটি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পেডেল বোট এবং দুটি গাড়ির আনুষ্ঠানিক সূচনা করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এই জলাশয়ে আগামী ১৫ দিনের মধ্যে ৫০ টি প্যাডেল বোট নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যের পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এক একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যটন দপ্তরের উদ্যোগে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উজ্জয়ন্ত প্রাসাদ। এর পাশেই রয়েছে বিশাল জলাশয়। এই জলাশয়ে ইতিমধ্যেই ওয়াটার মোটর বোট নামানো হয়েছে। এবার নতুন সংযোজন হলো প্যাডেল বোটের। আগামী ১৫ দিনের মধ্যে এই জলাশয়ে মোট ৫০ টি প্যাডেল বোট নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে এই অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পাশাপাশি এদিন রাজ্যে পর্যটকরা যাতায়াতের জন্য দুটি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। রাজ্যের পর্যটনকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দপ্তর বদ্ধপরিকর। এই শিল্পটিকে এটি ভালো জায়গায় নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উদ্বোধকের ভাষণে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
What's Your Reaction?