পর্যটন দপ্তরের ক্যালেন্ডার এবং ডাইরি মুখ্যমন্ত্রী হাতে তুলে দিলেন পর্যটন মন্ত্রী
পর্যটন দপ্তর থেকে প্রকাশিত ক্যালেন্ডার এবং ডাইরি রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে তুলে দিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরার পর্যটন দপ্তরের উদ্যোগে প্রকাশ করা হলো ২০২৫ ইং সালের ক্যালেন্ডার। আগরতলায় মহাকরণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে এই ক্যালেন্ডার তুলে দিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্যের পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনব পন্থায় কাজ করে যাচ্ছে পর্যটন দপ্তর। গোটা ভারতবর্ষের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে নতুন নতুন সংযোজন হচ্ছে রাজ্যের পর্যটন শিল্পের সাথে। এরই মধ্যে ইংরেজি নববর্ষের যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে পর্যটন দপ্তরের তরফে তাতে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলোর ছবি দিয়ে সাজানো হয়েছে এই ক্যালেন্ডার। মঙ্গলবার দপ্তরের মন্ত্রী নিজ হাতে নতুন বছরের ক্যালেন্ডার এবং ডাইরি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে। পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রীদের হাতেও এই ক্যালেন্ডার তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
What's Your Reaction?