বন্যার প্রভাবে বেশ ক্ষতির সম্মুখীন মোহনপুর মহকুমাবাসী

মাটির ঘর ভেঙ্গে পড়ার পাশাপাশি জলের নিচে চলে গেছে কৃষি জমি।

Aug 23, 2024 - 02:43
Aug 23, 2024 - 02:58
 0  37
বন্যার প্রভাবে বেশ ক্ষতির সম্মুখীন মোহনপুর মহকুমাবাসী
বামুটিয়ার কাছারিটিলায় বন্যার প্রভাবে ভাঙ্গলো বসত ঘর।ছবি:- সুমন মহলানবীশ

দ্যা ফ্যাক্ট :- বিগত তিন দিন যাবত প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে গোটা মোহনপুর মহকুমা জুড়ে। বহু মাটির ঘর ভেঙ্গে পড়ার পাশাপাশি জলের নিচে তলিয়ে গেছে কৃষি জমি। বৃহস্পতিবার মোহনপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বললেন মন্ত্রী রতন লাল নাথ। 

বামুটিয়া ব্লকের অন্তর্গত কাছারিটিলা গ্রামে ননীগোপাল সরকারের বসত ঘর ভেঙ্গে পড়েছে। বন্যার জল ঘরে প্রবেশ করায় এই মাটির ঘরটি ভেঙে গেছে বসত ঘর। বর্তমানে ভাইয়ের ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। তাছাড়াও অন্যান্য এলাকাতে বেশকিছু মাটির ঘর ভেঙে পড়েছে বলে খবর। অন্যদিকে এলাকার ব্যাপক অংশের কৃষি জমি এখনো জলের নিচে রয়েছে। যার ফলে চরমভাবে অতি সম্মুখীন হয়েছেন এলাকার কৃষকরা। একই অবস্থা হয়েছে লেফুঙ্গা, মোহনপুর, হেজামারা, সিমনা সহ বিভিন্ন অঞ্চলের। এদিকে কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। এদিন মোহনপুর বিধানসভার কালাছড়া, বিজয়নগর গ্রাম পরিদর্শন করেছেন তিনি। কথা বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে। পাশাপাশি এলাকায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও অবগত হয়েছেন তিনি। মানুষকে পরামর্শ দিয়েছেন আতঙ্কিত না হয়ে একে অপরের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow