আযানের সমান্তরাল দুর্গাপূজার মাইক বন্ধের প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ প্রদর্শন

আযানের সময় দুর্গাপূজার মাইক বন্ধ রাখতে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসনের চেয়ারপারসনের নির্দেশিকাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ প্রদর্শন।

Sep 29, 2024 - 01:48
Sep 29, 2024 - 01:58
 0  30
আযানের সমান্তরাল দুর্গাপূজার মাইক বন্ধের প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ প্রদর্শন
কাঠালিয়ায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ প্রদর্শন।

দ্যা ফ্যাক্ট : দুর্গাপূজার সময় আযানের সমান্তরাল মাইক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শাহিনুর আক্তারের এই নির্দেশের প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। দাবি করা হয় উনার পদত্যাগের।

সম্প্রতি কাঠালিয়া আরডি ব্লকে দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি বৈঠকের আহ্বান করা হয়েছিল। এই বৈঠকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শাহিনুর আক্তার নির্দেশ দেন আযান চলাকালীন সময়ে দুর্গাপূজার মাইক বন্ধ রাখতে হবে। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপূজায় আযান চলাকালীন সময়ে মাইক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিনুর সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কাঠালিয়াতেও এই নির্দেশ দিয়েছেন বলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে অভিযোগ করা হয়েছে শাহিনুর আক্তার বাংলাদেশের মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছেন। এমনকি তিনি বাংলাদেশী বলেও অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের জামায়াতের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এবং তিনি সদস্যপদও পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। শনিবার বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দাবি করা হয়েছে অবিলম্বে তাকে ভাইস চেয়ারপারসনের পদ থেকে অপসারণ করা হোক। এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এদিন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শাহিনুর আক্তারকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow