চাঁদা জুলুম নিয়ে কঠোর পুলিশ,লেফুঙ্গা থানা পরিদর্শন করে জানালেন DGP
লেফুঙ্গা থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন ডিআইজি।
দ্যা ফ্যাক্ট :- প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসন তৎপর। এই লক্ষ্যে শনিবার লেফুঙ্গা থানা পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি থানা কর্তব্যরত আধিকারিক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
লেফুঙ্গা থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য থানা কর্তৃপক্ষের প্রশংসা করেন। বিশেষত, দুর্গাপূজা উপলক্ষে চাঁদার জুলুমবাজি রোধে পুলিশের কড়া মনোভাব স্পষ্ট করেছেন অমিতাভ রঞ্জন। তিনি জানিয়েছেন, এমন কোনো অভিযোগ এলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে পুলিশের মহা নির্দেশক সাংবাদিকদের জানান যে, আসন্ন উৎসবকে কেন্দ্র করে রাজ্যজুড়ে পুলিশের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পুলিশ প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেবে।
What's Your Reaction?