কোয়াইফাংএ যোগদান সভায় ৩৭ জন ভোটার IPFT-তে
মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া নবাগতদের স্বাগত জানান
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-আইপিএফটি দোলের জুলাই বাড়ি ডিভিশন কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কোয়াইফাং এলাকায়। এই যোগদান সভাতে ১১ পরিবারের ৩৭ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। মন্ত্রি শুক্লা চরণ নোয়াতিয়া দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন নবাগত দের।
গোটা ত্রিপুরা রাজ্যে আইপিএফটি দল শক্তি সেই ভাবে বৃদ্ধি না করতে পারলেও মন্ত্রী শুক্লাচরণ নোয়া দেয়ার নিজ এলাকাতে প্রতিনিয়ত শক্তি বৃদ্ধির শ্রেষ্ঠ চালাচ্ছে। শরিক দল হিসেবে সরকারে থাকলেও ১৮ নির্বাচনের পর অনেকাংশেই শক্তি হারিয়েছে এই দল। যদিও ২০২৩ বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি আইপিএফটির হাত ছাড়েনি। ফলে আইপিএফটি দল থেকে একমাত্র জোট প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শুক্লা চরণ নোয়াতিয়া। পেয়েছেন মন্ত্রীত্ব। এরপর থেকেই দলের এই ভরাডুবি পুনরুদ্ধার নিজ বিধানসভা এলাকা থেকেই প্রায়াশ শুরু করেছেন শুক্লা চরণ নোয়াতিয়া। রবিবার দলের জুলাই বাড়ি ডিভিশন কমিটির উদ্যোগে কোয়াইফাং এলাকায় সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বিভিন্ন দল ছেড়ে ৩৭ জন ভোটার আইপিএফটি মুখী হয়েছেন। মন্ত্রি শুক্লা চরণ নদিয়া নবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতির পথে সবাইকে স্বাগত জানান। আহ্বান করেন এই ধরনের যোগদান সভার মধ্য দিয়ে এলাকার বিরোধী দলগুলো ছেড়ে প্রত্যেকে আইপিএফটি দলে যোগদান করার জন্য।
What's Your Reaction?