লাভ জিহাদ! হিন্দু পরিচয় দিয়ে মেয়েকে নিতে এসে আটক আমন মিয়া, দেওয়া হয় পুলিশে
লাভ জিহাদের নামে বামুটিয়ায় প্রতারণার জাল বিছাতে এসে আটক অভিযুক্ত
দ্যা ফ্যাক্ট ব্যুরো:- লাভ জিহাদ করতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও এক যুবক। নাম আমন মিয়া।তার বাড়ি আগরতলার রাজনগর এলাকায়। সে জানায় হিন্দু মেয়েদের মিথ্যা প্রলোভন দিয়ে তুলে নিয়ে বদনাম করে ছেড়ে দেওয়ার জন্য মোটা টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে সে। সোমবার এই ধরনের একটি ঘটনা সংঘটিত করার জন্য তাকে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে নিজ জবানবন্দীতে জানায় যুবক। যদিও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আমন মিয়া একাধিকবার হিন্দু মেয়েদের মিথ্যা প্রলোভন দিয়ে এবং নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ফাঁদে ফেলার ঘটনা সংঘটিত করেছে। বামুটিয়ায় আটক হবার পর নিজেই এই স্বীকারোক্তি দেয়।
জানা গেছে বামুটিয়া এলাকায় ছেছুরিয়ার নিবাসী এক মেয়েকে হিন্দু পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা এই বিষয়ে তৎপরতা শুরু করতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। তাকে ধাওয়া করে আটক করা হয়। উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
সে জানায় ইতিপূর্বে এক হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। পরবর্তী সময়ে তাঁকে কোলকাতায় নিয়ে বদনাম করে ছেড়ে দেয়। এই কাজের জন্য সে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পায় বলে নিজেই দাবি করে।এই পর্যন্ত মোট দুইটি মেয়ের সাথে এই ধরনের প্রতারণা সে সংগঠিত করেছে।
সোমবার পুনরায় নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তৃতীয় একটি মেয়ের জীবন নষ্ট করতে এলে স্থানীয়দের তৎপরতায় তার এই পরিকল্পনা ভেস্তে যায়।
স্থানীয়দের দাবি তার যে জবানবন্দী উঠে এসেছে তা থেকে এটি স্পষ্ট এই ধরনের ঘটনার পেছনে বড় ধরনের একটি চক্রান্ত রয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও এই জঘন্য ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে নাবালিকা ও নিরীহ হিন্দু মেয়েদের। দাবি উঠেছে এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং মেয়েদের নিরাপত্তা প্রদানে পুলিশ সঠিক তদন্তক্রমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
What's Your Reaction?