কৈবল্য ধামের শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য দীক্ষা দান করলেন মোহনপুরে
মোহনপুরের শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে ভক্তদের দীক্ষা দানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৈবল্যধাম থেকে আগত শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য।
দ্যা ফ্যাক্ট :- কৈবল্যধাম থেকে আগত শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য রাম ঠাকুরের দীক্ষা প্রদান করলেন মোহনপুরে। সোমবার মোহনপুরে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে দীক্ষা প্রদান করেছেন ভক্তদের। এদিন ওনার আগমনকে কেন্দ্র করে এলাকার অজস্র ভক্ত প্রাণ মানুষ সমবেত হয়েছিলেন শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে।
মোহনপুরে রাম ঠাকুর সেবা মন্দিরে দীক্ষা দান কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত ছিল জোর দক্ষতা। সোমবার সকাল থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। রাম ঠাকুরের মতাদর্শ এবং দিকনির্দেশনা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা করেছেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এদিন এই এলাকায় ১৪৬ জন ভক্তকে রাম ঠাকুরের দীক্ষা প্রদান করেছেন শ্রী ভট্টাচার্য। সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছিল পূজার্চনা। এদিন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যরের আগমনকে কেন্দ্র করে এলাকার ভক্ত প্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দ পরিলক্ষিত হয়েছে। স্থানীয় জনগণ উনার আগমনকে কেন্দ্র করে দলে দলে হাজির হয়েছেন আশীর্বাদ প্রাপ্ত করতে। ভক্তদের এই সমাগম দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য।
What's Your Reaction?