আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে জমেছে সরস মেলা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্ব-সহায়ক গুষ্টিকে প্রাধান্য দিয়ে হাঁফানিয়াতে শুরু হয়েছে সরস মেলা। শনিবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Dec 15, 2024 - 00:26
 0  8
আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে জমেছে সরস মেলা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
সরস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

দ্যা ফ্যাক্ট :- আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সরস মেলার। হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা উদ্বোধন করলেন মেলার। আশা ব্যক্ত করলেন অন্যান্য বছর যে পরিমাণ সামগ্রী বিক্রি হয়েছে তার চাইতে অনেক বেশি বিক্রি হবে এই বছর। 

            সরস মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বহি রাজ্য এবং সরকারের দপ্তর মিলিয়ে প্রায় ৪০০ টি স্টল খোলা হয়েছে। বেশি প্রাধান্য দেওয়া হয়েছে স্ব-সহায়ক দল এবং রাজ্যের বিভিন্ন স্বরোজগারী প্রতিষ্ঠানকে। এদিন মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ২০২২-২৩ অর্থবর্ষে এই মেলাতে বিক্রি হয়েছিল ১.৫ কোটি টাকার সামগ্রী। ২০২৩-২৪ শে বিক্রি হয়েছিল ৪.৫ কোটি টাকার সামগ্রী। এই বছরের বিক্রি বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্ব-সহায়ক গোষ্ঠী গুলো এই মেলাতে এসে আরো উৎসাহ পাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন এই সরস মেলা একটি বিক্রয় কেন্দ্র বা প্রদর্শনী কেন্দ্র নয়। একজন নারী তার উৎপাদিত ফসল বার বা সামগ্রী এই মেলাতে এনে বিক্রি বা প্রদর্শনী মাধ্যমে জানান দিচ্ছেন "নারী আমিও পারি"। এই মেলাতে দেশ-বিদেশের গ্রাহকদের কাছে রাজ্যের শিল্প এবং উৎপাদিত সামগ্রীর গুণগত মান নিয়ে জানান দেয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 

               এদিনের উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow