"প্রধানমন্ত্রী ফোন করে বলেছিলেন ত্রিপুরার বাইরে কাজ করতে হবে"তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্তি পেয়ে বললেন যিষ্ণু
স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম ত্রিপুরা থেকে রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন যিষ্ণু দেববর্মা।

দ্যা ফ্যাক্ট : " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম শনিবার রাতে ফোন করে আমায় বলেছেন এবার ত্রিপুরার বাইরে কাজ করতে হবে। এরপরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ফোন করে বলেছেন ওয়েলকাম টু তেলেঙ্গানা"। তখনই বুঝতে পেরেছি আমি তেলেঙ্গানার রাজ্যপাল হতে চলেছি। স্বাধীন ভারতের ইতিহাসে ত্রিপুরা থেকে এই প্রথম রাজ্যপালের দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিষ্ণু দেববর্মা। এই সিদ্ধান্ত ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বলেও মন্তব্য করলেন জিষ্ণু দেববর্মা।
ত্রিপুরাতে বিজেপির হাতেগোনা প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম যিষ্ণু দেববর্মা। বিজেপির সূচনা থেকে ভরা যৌবনেও হাল ছাড়েননি যিষ্ণু। যদিও ২০২৩ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। কিন্তু রাজ্য রাজনীতিতে এবং বিজেপির অন্দরে কদর ছিল যথেষ্ট। এবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার জিষ্ণু কর্তাকে জাতীয় এবং সাংবিধানিক দায়িত্ব প্রদান করার। শনিবার গভীর রাতেই খবর প্রচার হয়েছে যিষ্ণু দেববর্মা রাজ্যপাল হতে চলেছেন। উনার এই খবর প্রচার হতেই বিভিন্ন স্তরের মানুষের মধ্যে দল-মত নির্বিশেষে খুশি পরিলক্ষিত হয়েছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আগেও কাজ করেছি এখনো কাজ করতে হবে। শুধু আগে দলের হয়ে কাজ করতাম এখন নিরপেক্ষতা বজায় রেখে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তবে ত্রিপুরার মাটির প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ কোনটাই বিন্দুমাত্রও কমবে না বলে প্রতিশ্রুতি দিলেন জিষ্ণু দেববর্মা।
What's Your Reaction?






