ATTF ও NLFT-র সাথে সরকারের মৌ স্বাক্ষর আজ, রঞ্জিতের ভূমিকায় জল্পনা!

নিষিদ্ধ ঘোষিত ATTF ও NLFT- সন্ত্রাসবাদি গোষ্ঠীর সাথে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মৌ স্বাক্ষর হতে চলেছে দিল্লিতে।

Sep 4, 2024 - 14:49
 0  55
ATTF ও NLFT-র সাথে সরকারের মৌ স্বাক্ষর আজ, রঞ্জিতের ভূমিকায় জল্পনা!

দ্যা ফ্যাক্ট :- আজ নিষিদ্ধ ঘোষিত এটিটিএফ এবং এনএলএফটির সাথে মৌ স্বাক্ষর হতে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। দুটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে এই মৌ সাক্ষর হবে। তবে ত্রিপুরা পুলিশের তথ্য অনুযায়ী এবং এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মার সর্বশেষ বক্তব্য অনুযায়ী এখনো এটিএফ এর সুপ্রিমো পদে রয়েছে রঞ্জিত দেববর্মা। যদিও তিনি এখন বিধায়ক। এই অবস্থায় রঞ্জিত দেববর্মা মৌ স্বাক্ষর করবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। 

              দীর্ঘ বছর যাবত সন্ত্রাসবাদী দুটি গোষ্ঠী এটিটিএফ এবং এনএলএফটি রাজ্যের সাধারণ নীরহ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা কর্মীদের রক্তক্ষরণ ঘটিয়েছে। বিশেষ করে স্বাধীন ত্রিপুরার ডাক দিয়ে এই রক্তক্ষরণ ঘটিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো। ব্যাপক হারে করেছে অপহরণ, লুণ্ঠন এবং ধর্ষণ। রঞ্জিত দেববরাকে কয়েক বছর আগে পুলিশ গ্রেফতার করার পর তিনি সরাসরি সাংবাদিকদের জানিয়ে ছিলেন তিনি আত্মসমর্পণ করেননি এবং আত্মসমর্পণ করবেন না। এই অবস্থাতে আদালতে পুলিশের ঢিলেঢালা চার্জশিটকে কেন্দ্র করে বেশ কিছু মামলা থেকে বেরিয়ে এসেছে রঞ্জিত দেববর্মা। এই অবস্থাতে রঞ্জিত দেববর্মার বক্তব্য অনুযায়ী তিনি এখনো এটিটিএফের সুপ্রিমো পদে রয়েছে। অন্যদিকে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে এখনো এটিএফ এর সুপ্রিমো হিসেবে রঞ্জিত দেববর্মার নাম রয়েছে। 

 বর্তমানে বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন তিনি। যেহেতু এটিটিএফ এর সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন বলে কোন বক্তব্য এখনো পেশ করেননি সেই ক্ষেত্রে উনার ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে এটিটিএফের হয়ে রঞ্জিত দেববর্মা এই মৌ স্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবেন কিনা? প্রশ্ন এই মৌ স্বাক্ষরের পর এটিটিএফ সন্ত্রাসবাদীরা আত্মসমর্পণ করলে রঞ্জিত দেববর্মা আত্মসমর্পণ করবে কিনা? যদিও রাজনীতির সুযোগে রঞ্জিত দেববর্মা অনেক আগেই এই প্রশ্নগুলোর ঊর্ধ্বে চলে এসেছেন বলে রাজনৈতিক মহলের দাবি। 

যতদূর জানা গেছে উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গুলোকে মূল ধারায় ফিরিয়ে আনতে দেশের প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বুধবার দুপুর ২.৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং এনএলফটি ও এটিএফ এর মধ্যে দিল্লিতে এই মৌ সাক্ষর হতে চলেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow