মকর সংক্রান্তির রাতে তারানগরে রক্তাক্ত ৪, গ্রেফতার অভিযুক্ত

প্রতিবেশীকে দা দিয়ে কুপানোর দায়ে সিধাই থানাতে অভিযোগ করে আহতরা

Jan 17, 2024 - 04:53
 0  36
মকর সংক্রান্তির রাতে তারানগরে রক্তাক্ত ৪, গ্রেফতার অভিযুক্ত
মকর সংক্রান্তির কীর্তনে প্রতিবেশীদের দায়ের কূপে গুরুতর জখম চারজন।ছবি :- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- মকর সংক্রান্তির রাতে প্রতিবেশী ৪ জনকে দায়ের আঘাতে রক্তাক্ত করলো এক যুবক। ঘটনা মোহনপুরের তারানগর এলাকায়। আহতদের অভিযোগ মূলে অভিযুক্ত শান্তনু দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে খুল কেনার উদ্বৃত্ত টাকা ভাগ চেয়ে এই আক্রমণ সংগঠিত করেছে শান্তনু।

                  সোমবার এই এলাকাতে মকর সংক্রান্তির কীর্তনকে কেন্দ্র করে খুল কেনার জন্য চাঁদা সংগ্রহ করা হয়েছে। যে টাকা উদ্বৃত্ত হয়েছে তা ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে শান্তনু দেবনাথ। একসময় নেশাগ্রস্থ অবস্থায় তার প্রতিবেশীদের উপর দা নিয়ে আক্রমণ করে সে। আক্রমণে রক্তাক্ত হয়েছেন ৪ জন। আহতদের তরফে সিধাই থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের দাবি নেশাগ্রস্থ অবস্থায় অভিযুক্ত শান্তনু দেবনাথ গ্রামবাসীদের উপর এই আক্রমণ সংঘটিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয়রা একত্রিতভাবে সিধাই থানাতে গিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশের নিকট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow