কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করে বীরত্ব দেখালে দুষ্কৃতী
রাতের আঁধারে জমির ফসল নষ্ট করে কৃষকের ক্ষতি সাধন।

দ্যা ফ্যাক্ট :- কৃষকের উৎপাদিত ফসল গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। এতে করে ব্যাঘাত ঘটল কৃষকের আয়ে। জঘন্য এই ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভোগজোর গ্রামে। ইতিমধ্যেই এই নাশকতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
গভীর রাতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করার পাশাপাশি কেটে দেওয়া হয়েছে ফসলের গাছ। এতে সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক অমল সিংহ অভিযোগ করেছেন যে, নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। কৃষকের জমির বেগুন ও লাউ গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা। সবে মাত্র ফলন শুরু হয়েছিল। কৃষকের এই ক্ষতির পেছনে স্থানীয় দুষ্কৃতীরা যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?






