তুলাবাগানে গাঁজা বাগান নষ্ট করল লেফুঙ্গ থানার পুলিশ

লেফুঙ্গা থানার অন্তর্গত তুলা বাগান এলাকায় অবৈধ গাঁজা বাগানে অভিযান চালায় পুলিশ। এতে কয়েক হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে।

Dec 30, 2024 - 23:50
 0  20
তুলাবাগানে গাঁজা বাগান নষ্ট করল লেফুঙ্গ থানার পুলিশ
তুলাবাগান এলাকায় অবৈধ গাঁজা কাজ নষ্ট করে দিল পুলিশ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- অবৈধ গাঁজা বাগানে হানা দিল লেফুঙ্গা থানার পুলিশ। সোমবার তুলাবান এলাকায় চলে গাঁজা বিরোধী অভিযান। এইদিন প্রায় তিন হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।

                   রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি লেফুঙ্গা থানা এলাকাতেও তৈরি হয়েছে অবৈধ গাঁজা বাগান। সোমবার এমনি এক গাঁজা বাগানে টিএসআর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এই অবৈধ গাঁজা বাগানে থাকা গাঁজা গাছগুলোকে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস। পাশাপাশি আগামী দিনেও এলাকার বিভিন্ন গাঁজা বাগান গুলো এভাবেই ধ্বংস করা হবে বলে স্পষ্ট করে দিলেন থানার ওসি সহদেব দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow