BSF ও কাস্টমসের যৌথ অভিযানে উদ্ধার ২৪০ কিলো গাঁজা
পৃথক দুটি স্থানে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার
দ্যা ফ্যাক্ট:-সীমান্ত রক্ষী বাহিনী এবং কাস্টমসের যৌথ অভিযানে নেশা বিরোধী অভিযানে এল সাফল্য। সিধাই থানাধীন মনতলার জলাই বাড়ি এলাকায় গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২২০ কিলো অবৈধ গাঁজা। পাশাপাশি বগাবিল এলাকাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ কিলো অবৈধ গাঁজা। সীমান্ত রকি বাহিনী এবং কাস্টমসের যৌথ উদ্যোগে এই নেশা বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে মোট ২৪০ কিলো অবৈধ শুকনো গাঁজা। ধারণ করা হচ্ছে বহিঃ রাজ্যে এবং বাংলাদেশে পাচারের জন্য এই অবৈধ শুকনো গাঁজা গুলো মজুদ করা হয়েছিল। তবে এই ঘটনার সাথে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি সীমান্ত রক্ষী বাহিনীর তরফে।
What's Your Reaction?