চারা রোপন করে ফল খেলেন মন্ত্রী সান্তনা চাকমা
নিজ হাতে রোপন করা পেয়ারা চারা থেকে গর্বের সাথে ফল পারলেন মন্ত্রী
দ্যা ফ্যাক্ট:- নিজ হাতে পেয়ারা চারা রোপন করে সেই গাছ থেকে পেয়ারা পেড়ে খেলেন মন্ত্রী সান্তনা চাকমা। চারা রোপন করার ৩ বছর ৮ মাসের মাথায় পেয়ারা পারলেন তিনি। যদিও এই বিশেষ কোনো ঘটনা মনে নাও হতে পারে। কিন্তু যারা পদ, ক্ষমতা, অর্থ এবং পরিস্থিতির অযুহাতে মাটি থেকে দূরে থাকেন তাদের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত হতে পারে।
২০২০ সালের জুন মাসের ৫ তারিখ আগরতলায় নিজ সরকারি বাসভবনে এই পেয়ারা রোপন করেছিলেন মন্ত্রী সান্তনা চাকমা। নিজ হাতে কোদাল নিয়ে এই চারাটি রোপন করেছিলেন তিনি। পদ, ক্ষমতা এবং অর্থের দাম্ভিকতা থেকে দূরে থেকে মাটিতে রোপন করেছিলেন ছোট্ট চারটি। যা আজ ফল, অক্সিজেন ভরপুরভাবে বিলিয়ে দিয়েছে।
প্রতিটি মানুষ যদি জীবনে একটি করে গাছ রোপন করে এবং তার থেকে ফল পাওয়া পর্যন্ত যত্ন করে বড় করে তাহলে গোটা পৃথিবীর পরিবেশ বদলে যেতে বেশি সময় লাগার কথা নয়। প্রয়োজন ইচ্ছা এবং উদ্যোগের। তাহলে হয়তো শুধু মন্ত্রীসান্তনা চাকমা নয় সমস্ত বাড়ি থেকে এই ধরনের গাছ রুপনের সফলতার গল্প ছড়িয়ে পড়বে সামাজিক মাধ্যমে।
What's Your Reaction?