মান্দাইয়ে মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী
মান্দাই বিধানসভা এলাকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দলীয় নেতৃত্ব এবং কর্মীদের পাশে নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী।
দ্যা ফ্যাক্ট :- প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার। মান্দাই বিধানসভা এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার জন্য মান্দাই মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য পেশ করেছেন দেশের প্রধানমন্ত্রী তা শোনার পর মূল্যায়ন করলেন মুখ্যমন্ত্রী। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা আগামী দিনে দেশকে আরো সমৃদ্ধ করার আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এদিনের মন কি বাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি সদর গ্রামীন জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, গোমতীর চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা।
What's Your Reaction?