মোহনপুর ICDS-র অধীন দিব্যাঙ্গদের সামাজিক ভাতার স্যাংশন লেটার প্রদান করেন মন্ত্রী
মোহনপুর আইসিডিএস এলাকার অন্তর্গত ২৫৬ জন দিব্যাঙ্গদের হাতে সামাজিক ভাতার স্যাংশন লেটার প্রদান করা হয়েছে মঙ্গলবার।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর আইসিডিএস (ICDS)-র অন্তর্গত দিব্যাঙ্গদের সামাজিক ভাতার স্যাংশন লেটার প্রদান করা হয়েছে মঙ্গলবার। মোহনপুর পুর পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে দিব্যাঙ্গদের হাতে সামাজিক ভাতার স্যাংশন লেটার তুলে দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। দিব্যাঙ্গোদের সর্বোচ্চ সম্মান প্রদান দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বেই শুরু হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী।
মোহনপুর আইসিডিএস এর অন্তর্গত বামুটিয়া ব্লক, মোহনপুর ব্লক, লেফুঙ্গা ব্লক এবং মোহনপুর পুর পরিষদ এলাকার যে সমস্ত দিব্যংগরা সামাজিক ভাতার জন্য আবেদন করেছিলেন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সামাজিক ভাতার স্যাংশন লেটার প্রদান করা হয়েছে আজ। এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা। এদিন মন্ত্রী বলেন গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা দিব্বাঙ্গ সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষদের ২০০০ টাকা সামাজিক ভাতা প্রদান করছে। পাশাপাশি সম্প্রতি আগরতলায় গোটা রাজ্যের দিব্যাঙ্গদের আবেদন পত্র গ্রহণের সঙ্গে সঙ্গে স্যাংশন লেটার প্রদান করার মত কর্মসূচি এই প্রথম বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী বিকলাঙ্গ শব্দ পরিবর্তন করে দিব্যাঙ্গো হিসেবে সম্বোধন শুরু করেছেন। একটা মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির পরিচয়। ভারতের এবং রাজ্য সরকার দিব্যাঙ্গ এবং সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করে যাবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুরের সিডিপিও দীপক চন্দ্র সরকার সহ অন্যান্যরা।
What's Your Reaction?