কামাল ঘাটে যুব মোর্চার উদ্যোগ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করলেন রাজীব ভট্টাচার্য
বামুটিয়া বিধানসভার কামাল ঘাটে শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি বুথ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হলো।
দ্যা ফ্যাক্ট:- যুব মোর্চা বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে সূচনা হলো শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি বুথ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের। মঙ্গলবার কামালঘাট মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
বামুটিয়া বিধানসভা এলাকার সমস্ত বুথের মধ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সমস্ত বুথ থেকে একটি করে টিম দেওয়া হবে এই টুর্নামেন্টে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করে যুবসমাজকে খেলার প্রতি আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানালেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন সুস্থ দেহ সুস্থ মন এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য খেলার গুরুত্ব অপরিসীম। এদিন উদ্বোধকদের ভাষণে বর্তমান সমাজে নেশার যে রমরমা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যুবসমাজকে নেশার হাত থেকে বাঁচাতে খেলাই একমাত্র বিকল্প বলে দাবি করলেন রাজীব ভট্টাচার্য। সেই দিশাতে নজর রেখে যুব মোর্চার এই ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছেন তিনি। এদিন সমস্ত খেলোয়ারদের সাথে পরিচয় পর্ব শেষে ব্যাট হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করেছেন প্রদেশ সভাপতি। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, যুব মোর্চার মণ্ডল সভাপতি আদিত্য সুন্দর ভট্টাচার্য সহ অন্যান্যরা।
What's Your Reaction?