BJP- নেতার বাড়িতে বোমা নিক্ষেপ, গ্রেফতারের দাবী মন্ডল সভাপতির
বামুটিয়াতে নতুন মন্ডল সভাপতির দায়িত্ব নিয়েছেন শিবেন্দ্র দাস। বোমা নিক্ষেপ হয়েছে নেতৃত্বের বাড়িতে। দোষীদের কড়া হুশিয়ারি দিলেন মন্ডল সভাপতি।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বের বাড়িতে বোমা হামলা। গাড়ির ব্যাটারি চুরি। নতুন মণ্ডল সভাপতির নাম ভাঙ্গিয়ে এই ধরনের কার্যকলাপের অভিযোগ। কড়া হুশিয়ারি দিলেন নতুন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস। প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ডল সভাপতিকে সাথে নিয়ে পুলিশের কাছে দাবী জানালেন অভিযুক্তদের গ্রেফতার করার।
গোটা রাজ্যের পাশাপাশি বামুটিয়াতেও সম্প্রতি বিজেপির নতুন মন্ডল সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শিবেন্দ্র দাস। তিনি দায়িত্বভার গ্রহণ করার পরই উনার নাম ব্যবহার করে উত্তর রামনগর এলাকায় জয় সংঘ ক্লাব দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির গ্রামীণ জেলা কমিটির সদস্য কাজলদের বিরুদ্ধে। দশ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাস অভিযোগ করেন কাজল দে উনার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে অনৈতিকভাবে মন্ডল সভাপতির ভয় দেখিয়ে ক্লাব দখল করার চেষ্টা করে। এতে তিনি সফল না হওয়ায় মঙ্গলবার গভীর রাতে উত্তর রামনগর স্থিত উনার বাড়িতে কাজল দে উনার সাঙ্গ-পাঙ্গদেশ দিয়ে বোমা নিক্ষেপ করিয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বদের তিনি অবগত করেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে কাজল দে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন পুলিশ এই বিষয়ে সঠিক তদন্ত করুক। যার মধ্য দিয়ে প্রকৃত দোষীর নাম প্রকাশ্যে আসবে বলে দাবি করেছেন তিনি।
একই রাতে নবগ্রামের বিজেপির সদর গ্রামীণ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষের বাড়ির সামনে রাখা উনার দুটি গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। উজ্জ্বল ঘোষ অভিযোগ করেন গভীর রাতে শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাসের বাড়িতে হামলার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি এবং অন্যান্যরা। রাতে ফিরে আসার পর উনার বাড়ির সামনে থেকে উনার দুটি গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি এও অভিযোগ করেন রাতে উৎপলের বাড়িতে ছুটে যাওয়ায় হয়তো অনেকেরই বিষয়টি অপছন্দ হয়েছে। তাই এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
অপরদিকে পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা পালের বাড়িতেও বোমো নিক্ষেপ করা হয়েছে একই রাতে। কিন্তু এই বোমাটি বিস্ফোরণ হয়নি।
এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বুধবার বিকেলে এয়ারপোর্ট থানাতে ছুটে গিয়েছেন বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, প্রাক্তন মন্ডল সভাপতি বিজু পাল, এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। সেখানে পুলিশের সাথে কথা বলেছেন উনারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন দল, মুখ্যমন্ত্রী এবং উনাকে কালিমালিপ্ত করার জন্য একটা শ্রেণি এই ধরনের অপকর্মগুলো সংঘটিত করছে। পুলিশ সবকটি বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবী জানিয়েছেন তিনি। এখন দেখার আগামী দিনে মন্ডল সভাপতির এই বার্তা শুনে বামুটিয়া বিধানসভায় এলাকাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কতটা নিয়ন্ত্রণে আসে।
What's Your Reaction?