মোহনপুর ব্লক ও ব্লক এলাকার ২ টি পঞ্চায়েত রাজ্যস্তরে পুরস্কৃত
বেস্ট পারফর্মিং ব্লক হিসেবে দ্বিতীয় স্থানের শিরোপা মোহনপুর ব্লকের
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বিভিন্ন বিভাগে ভালো কাজের জন্য এবং বেস্ট পারফর্মিং ব্লক হিসেবে পুরস্কৃত মোহনপুর আর ডি ব্লক এবং ব্লক এলাকার দুটি গ্রাম পঞ্চায়েত। এরমধ্যে গোটা রাজ্যে একমাত্র মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। জনপ্রতিনিধি আধিকারিক যৌথভাবে কাজ করে এই সাফল্য অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করলেন ভিডিও নারায়ন চন্দ্র মজুমদার।
রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরস্কার- ২০২৩ শ্রেণীতে ৯ টি বিভাগে ২৭ টি পুরস্কারের জন্য ১১৭৬ টি গ্রাম পঞ্চায়েত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মোহনপুর ব্লকের মোহিনিপুর গ্রাম পঞ্চায়েত সামাজিক ন্যায় এবং সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম বিষয়ে প্রথম স্থান দখল করে। এছাড়াও পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম হিসেবে গোটা ত্রিপুরার মধ্যে তৃতীয় স্থান দখল করে এই পঞ্চায়েত। অন্যদিকে শিশু বান্ধব পঞ্চায়েত হিসেবে কলকলিয়া গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্থান দখল করে। এর পাশাপাশি মোহনপুর আরডি ব্লক বেস্ট পারফর্মিং ব্লক হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছে। মোহনপুর ব্লকের এবং পঞ্চায়েতের সাফল্যকে কেন্দ্র করে গোটা ব্লক এলাকায় আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই অন্যান্য পঞ্চায়েত গুলির মধ্যেও একটি সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এই ধরনের ইনাম হাসিল করার ক্ষেত্রে। বিশেষ করে মোহনপুর আরডি ব্লকে বর্তমান বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার দায়িত্বভার গ্রহণ করার পর পঞ্চায়েত গুলোর কাজে বিশেষ গতি পরিলক্ষিত হয়েছে। যদিও মোনিপুর গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার বলেন সমস্ত দপ্তরের যৌথ কাজ করার ফলেই এই ধরনের সাফল্য এসেছে। জেলাশাসক, মহকুমা শাসক, মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। যার কারণে এই এই পঞ্চায়েত দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। আগামী দিনে মোহনপুর ব্লকের এই সাফল্য দেখে অন্যান্য ব্লক এবং পঞ্চায়েত অনুপ্রা হবে এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।
What's Your Reaction?