মোহনপুর মহকুমায় বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ বাজেয়াপ্ত
লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিমনা, মোহনপুর ও বামুটিয়া বিধানসভা এলাকায় নেশা বিরোধী অভিযান।
দ্যা ফ্যাক্ট:-শনিবার মোহনপুর মহকুমা এলাকাতে অবৈধ নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল মোহনপুর মহকুমা প্রশাসন। এদিন উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী। আবগারি দপ্তর, ফ্লাইং স্কোয়ার্ড এবং জেলা আবগারি দপ্তর ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান বাস্তবায়িত হয়।
লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই মোহনপুর মহকুমা এলাকায় অবৈধ নেশা বিরোধী অভিযান শুরু করেছে মহকুমা শাসক। মূলত নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক এই অভিযান শুরু হয়েছে। শনিবার ১ নং সিমনা বিধানসভা, ২ নং মোহনপুর বিধানসভা এবং ৩ নং বামুটিয়া বিধানসভা এলাকাতে চলে এই অবৈধ নেশা বিরোধী অভিযান। বিধানসভা ভিত্তিক উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজার মূল্য সিমনা- ১,৪১,০০৫ টাকা, মোহনপুর -১,১৯৪৪৫ এবং বামুটিয়া-৯৪,০৫৫ টাকা। অর্থাৎ অভিযানে মোট ৩,৫৪,৫০৫ টাকার অবৈধ বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে তিনটি মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক।যদিও এই ঘটনার সাথে জড়িত কোন অভিযোক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়নি অভিযানকারী দল। তবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুভাষ দত্ত।
What's Your Reaction?