সামনেই পুজো, এলাকার রাস্তার হাল ফেরাতে SDO-কে চিঠি বামুটিয়ার বিধায়কের
বামুটিয়া বিধানসভা এলাকার ৬-টি রাস্তা মেরামতের দাবি করলেন বিধায়ক
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা :-নিজ নির্বাচনী এলাকার বেহাল রাস্তা মেরামত করার দাবিতে পূর্ত দপ্তরের এসডিওকে চিঠি লিখলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। দাবি করলেন দুর্গাপূজার আগে এই রাস্তাগুলো মেরামত করতে। যাতে করে পূজোর দিনগুলোতে পথচারীদের সমস্যার সম্মুখীন হতে না হয়।
বামুটিয়া বিধানসভা এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত এই রাস্তাগুলো মেরামতিতে হাত না পড়ায় প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন সাধারণ পথচারীরা। বিধায়ক নয়ন সরকার অভিযোগ করেন মানুষের যাতায়াতের এই দুর্ভোগ সমাধান করতে দপ্তর কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না। যার ফলে বিশেষ করে বৃষ্টির সময় নাজেহাল হতে হচ্ছে পথচারীদের। বৃহস্পতিবার পূর্ত দপ্তরের এসডিওকে দেওয়া চিঠিতে বিধায়ক দাবি করেন গান্ধীগ্রাম বাজার থেকে নরসিং গর, বাবুটিয়া থেকে দুর্গা বাড়ি ভাইয়া জলিলপুর রাঙ্গুটি-বামুটিয়া, নোয়াগাঁও থেকে ছেছুরিয়া ভায়া বাজালঘাট, বেড়ীমুড়া থেকে তালতলা, শালবাগান থেকে পটোনগর নগর ভাইয়া বিএসএফ পাড়া এবং গান্ধীগ্রাম থেকে পশ্চিমপাড়া যাওয়ার রাস্তা গুলো অতিসত্বর মেরামত করতে। এখন দেখার বিধায়কের দাবিকে মান্যতা দিয়ে ডঃ এই রাস্তাগুলো মেরামতিতে উদ্যোগ নেয় কিনা।
What's Your Reaction?