মাশরুম চাষে যুবকের সাফল্য, ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী

মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার বাস্তব ছবি

Jul 29, 2023 - 19:30
 0  33
মাশরুম চাষে যুবকের সাফল্য, ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী

দ্যা ফ্যাক্ট ব্যুরো :- মাশরুম চাষ করে হারানো আর্থিক স্বচ্ছলতা ফিরে ফেলো যুবক।বামুটিয়ার নোয়াগাঁও এলাকায় এমনি এক মাশরুম চাষ ইউনিট পরিদর্শনে গেলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সফল এই মাশরুম চাষি শিবেন্দ্র দাস দীর্ঘ বছর যাবত মাশরুম চাষের সাথে জড়িত। উনার এই সাফল্য নিজ চোখে পরখ করতেই ওনার বাড়িতে গেলেন মন্ত্রী। আশ্বাস দিলেন মাশরুম চাষের শ্রীবৃদ্ধিতে দপ্তর সহযোগিতায় এগিয়ে আসার।

           বামুটিয়ার নোয়াগাঁও গ্রামের শিবেন্দ্র দাস এলাকায় শিক্ষিত যুবক হিসেবে পরিচিত। একসময় গৃহ শিক্ষকতা এবং বইয়ের দোকান দিয়ে সংসার প্রতি পালন করতেন। কিন্তু প্রায় ৬ বছর আগে গৃহ শিক্ষকতা ও বইয়ের দোকান বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক আর্থিক চাপের সম্মুখীন হতে হয় শিবেন্দ্র দাসকে। শিবেন্দ্র বাবু জানান ১৫০০০ টাকা পুঁজি নিয়ে তিনি মাশরুম চাষ শুরু করেছিলেন। বর্তমানে ওনার প্রতিমাসে ২৫ থেকে ৩০ হাজার টাকার মাশরুম বিক্রি হচ্ছে। এই কাজে উনার স্ত্রী সমান সহযোগিতা করে যাচ্ছেন। শিবেন্দ্র দাসের এই সাফল্য সরজমিনে ঘুরে দেখলেন মন্ত্রী রতন লাল নাথ। শিবেন্দ্র দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী। আহ্বান করেছেন উনার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই এলাকার অন্যান্যরাও মাশরুম চাষে এগিয়ে আসুক। মন্ত্রী আশ্বাস দিয়েছেন এই চাষ সম্পর্কিত বিভিন্ন সহযোগিতা প্রদানে উদ্যোগ নেবে দপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow