সহজ সরল স্বভাবে মেলার দোকান থেকে বুট মটর কিনলেন কেন্দ্রয় প্রতিমন্ত্রী
মেলার প্রধান আকর্ষণ বুট মটরের দোকানে হাজির প্রতিমা ভৌমিক
দ্যা ফ্যাক্ট:- আপনি মন্ত্রী হন বা ডাক্তার। উচ্চপদস্থ আমলা কিংবা ব্যারিস্টার। আপনার শৈশব, অতীত এবং স্মৃতির পাতা কখনোই পিছু ছাড়বে না। অনেটা এই ধরনের আবেগপ্রবণ মানসিকতায় বুট মটর কিনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
ধনপুর বিধানসভা এলাকাতে একটি ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রতিমা ভৌমিক। তার সামনে বসে ছিল রকমারি খাবারের দোকান এবং মেলা। গ্রামিন মেলাতে বুট, মোটর, মুরালি এই ধরনের খাবারের বেশ কদর রয়েছে। ধনপুরে মাটি থেকে উঠে আসা প্রতিমা ভৌমিক আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।এই বিলাসবহুল জীবন যাপনের মধ্যেও মাটির টান ভুলতে পারেনি তিনি। যথেষ্ট সহজ সরল ভাবেই সাধারণের মত বুট মটর কিনলেন রাস্তার পাশের দোকান থেকে। যেভাবে শৈশবের দিনগুলোতে বাবা-মায়ের হাত ধরে বুট মটর কেনা হয়ে থাকে এই মেলার দোকান থেকে। যে চাইলেই বড় কোন রেস্তোরার খাবার তার হাতের নাগালে হাজির হতে পারতো, সে চাইলেও বুট মটর। যে চাইলেই দেশ-বিদেশের রকমারি খাবার তার হাতের নাগালে পেতে পারতো। সে চাইল শৈশবের দিনগুলোকে স্মৃতিচারণ করে বুট মটর হাতে নিতে। এই সরলতা, আবেগ এবং মাটির প্রতি টান বেঁচে থাকুক চিরজীবন।
What's Your Reaction?