ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বাজেট প্রস্তাব চলাকালীন সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধী বিধায়কদের দ্বারা উত্তাল বিধানসভা, সাসপেন্ড ৫ বিরোধী বিধায়ক, বিরোধী দের ভূমিকা অগণতান্ত্রিক: মুখ্যমন্ত্রী
ত্রিপুরা বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলের পাঁচজন বিধায়ক
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বাজেট প্রস্তাব চলাকালীন সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধী বিধায়কদের দ্বারা উত্তাল বিধানসভা। সাসপেন্ড ৫ বিরোধী বিধায়ক। বিরোধীদের ভূমিকা বিধানসভায় অগণতান্ত্রিক বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বাজেট প্রস্তাব শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বাজেট প্রস্তাব শুরু করার সাথে সাথেই হইচই শুরু করেন বিরোধী দলের বিধায়কেরা। শাসক দলের যাদব লাল দেবনাথ ইস্যুতে এদিন বিধানসভায় প্রতিবাদের সুর চরান বিরোধী বিধায়কেরা। সিপিআই (এম), কংগ্রেস এবং তিপ্রা মাথা এই ইস্যুতে একসাথে প্রতিবাদে সুর চরান। কতিপয় বিধায়ক বিধানসভার ভেতর টেবিলের উপর দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। এতে ব্যাহত হয় বিধানসভার অধিবেশন। যদিও বাজেট প্রস্তাব সম্পন্ন করেছেন অর্থমন্ত্রী। বিধানসভার ভেতর বিরোধী দলের বিধায়কদের দলের বিধায়কদের আচরণকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
এই ঘটনার পর পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ। এই বিধায়করা হলেন সুদীপ রায় বর্মন, বৃষকেতু দেববর্মা,নয়ন সরকার, রঞ্জিত দেববর্মা ও নন্দিতা রিয়াং।সাসপেন্ডের ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।
What's Your Reaction?