ব্লাইন্ড স্কুলের শিক্ষার্থীদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী প্রদান, প্রতিবাদের প্রিন্সিপাল ঘেরাও
দ্যা ফ্যাক্ট :- নরসিংগড়ে দৃষ্টিহীন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী প্রদানের অভিযোগ উঠল। প্রতিবাদে প্রিন্সিপালকে ঘেরাও করলো শিক্ষার্থীরা। অভিযোগ খতিয়ে দেখলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর টিফফানি কোলই।
দীর্ঘদিন যাবত ব্লাইন্ড স্কুলের শিক্ষার্থীদের মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের খাবার প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের তরফে। সোমবার আবারও তাদেরকে দেয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ খাবার। এর প্রতিবাদে এদিন বিদ্যালয়ের প্রিন্সিপালকে ঘেরাও করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের পঠন-পাঠন। ঘটনাস্থলে পৌঁছায় সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর টিফফানি কলই। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্ত অভিযোগ শুনেছেন। উনার হাতে খাবারের মেয়াদ উত্তীনের প্যাকেট প্রদান করেছে শিক্ষার্থীরা। এদিন বিদ্যালয়ের কিচেনের স্টোর রুমে গিয়ে সমস্ত খাদ্য সামগ্রীর সঠিক তারিখ পরীক্ষা করেছেন তিনি। এরমধ্যে মঙ্গলবার মেয়াদ উত্তীর্ণ হবে এমন খাবারো পাওয়া গেছে। গোটা বিষয়গুলো নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি সমস্ত হোস্টেল গুলোর শিক্ষার্থীদের সাথে মুখ্যমন্ত্রীর উদ্যোগে অন্তত মাসে একবার বৈঠক করার উদ্যোগ গ্রহণ করা হোক। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরতে পারবে।
What's Your Reaction?






