বামুটিয়াতে BJP-র নির্দিষ্ট সময়ে মনোনয়ন দাখিল করতে এসে ঝামেলার মুখে কংগ্রেস প্রার্থী
বামুটিয়ায় বিজেপির নির্দিষ্ট সময়ে মনোনয়ন দিতে এসে আক্রমণের মুখে কংগ্রেস। গন্ডগোল পাকাতে কংগ্রেস নেতার এই কৌশল, দাবি বিজেপির।

দ্যা ফ্যাক্ট:- বামুটিয়া ব্লকে বিজেপির প্রার্থীদের মনোনয়ন দাখিলের নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র দাখিল করতে এসে আক্রান্ত কংগ্রেস প্রার্থী। জেলার এসপি থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা মনোনয়ন দাখিলের অনুরোধ জানলেও মনোনয়ন দাখিল করল না কংগ্রেস নেতা সিষ্ট মোহন দাস। বিজেপির অভিযোগ শান্তি শৃঙ্খলার পরিবেশ বিনষ্ট করতে বিজেপিকে দেওয়া সময়ে মনোনয়ন দাখিলের নামে বিশৃঙ্খলার উদ্দেশ্য নিয়ে এসেছিল কংগ্রেস নেতা।
পূর্ব সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার দুপুর ১২ টা থেকে মনোনয়নপত্র দাখিল করার জন্য বামুটিয়া ব্লকে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। মোট ২০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাবুটিয়া বিধানসভার ৬ টি গ্রাম পঞ্চায়েত এবং বরজলা বিধানসভার ৪ টি গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীরা এদিন মনোনয়নপত্র দাখিল করেন। এরই মধ্যে দুপুর আনুমানিক ২.৩ টা নাগাদ বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় বরজলা বিধানসভার কংগ্রেস নেতা সিষ্ট মোহন দাসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সিষ্ট মোহন দাস অভিযোগ করেন রাস্তায় বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা উনার গাড়িতে আক্রমণ করেছে। এতে গাড়ির ভেতরের কোন ব্যক্তি আহত না হলেও ভেঙ্গে গেছে গাড়ির গ্লাস। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও এবং বামুটিয়ার মন্ডল সভাপতি বিজু পাল সিষ্ট মোহন দাসকে অনুরোধ করেছেন মনোনয়নপত্র দাখিল করার জন্য। কিন্তু তিনি মনোনয়ন দাখিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মন্ডল সভাপতি বিজু পাল অভিযোগ করেন নির্বাচনের পূর্বে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ১২,১৫ এবং ১৬ তারিখ সকালে ১ ঘন্টা মনোনয়নপত্র দাখিল করবে বিরোধীদল। যদিও ওই সভাতে সিপিআই(এম) ছাড়া কংগ্রেস দলের কোন প্রতিনিধি উপস্থিত ছিল না। সর্বদলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিজেপি দলের মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। কিন্তু আচমকা কংগ্রেস দলের কতিপয় নেতৃত্ব গাড়ি নিয়ে ছুটে এসে বিশৃঙ্খলা বাঁধিয়েছেন বলে অভিযোগ করেছেন মন্ডল সভাপতি বিজু পাল। অন্যদিকে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস অভিযোগ করেন এদিন কংগ্রেস নেতারা গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একাধিক মানুষকে আহত করেছেন। সেই কারণে উনার গাড়ি ঘিরে ধরা হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে উনারা রাজনৈতিক বদ উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিলেন বলে অভিযোগ করলেন তিনি। ঘটনাস্থলে ছিলেন জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে, এনসিসির এসডিপি ও এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা। পুলিশের তরফে এবং বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল কংগ্রেস নেতৃত্বদের অনুরোধ করেছিলেন উনারা চাইলে মনোনয়নপত্র দাখিল করার জন্য। পুলিশ সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু কংগ্রেস নেতা সিষ্ট মোহনদাস মনোনয়ন পত্র দাখিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
What's Your Reaction?






