বিনোদিনী চা বাগানের ১০০ টি আগর গাছ কেটে দিল নিগম

বিনোদিনী চা বাগানের নিজস্ব জমিতে লাগানো শতাধিক আগর গাছ কেটে নষ্ট করে দিল বিদ্যুৎ নিগমের কর্মীরা।

Feb 17, 2025 - 23:59
Feb 18, 2025 - 00:31
 0  28
বিনোদিনী চা বাগানের ১০০ টি আগর গাছ কেটে দিল নিগম
বামুটিয়ার বিনোদিনী চা বাগানের আগর গাছ কেটে দিল বিদ্যুৎ নিগমের কর্মীরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- শতাধিক আগর গাছ কেটে নষ্ট করে দিল বিদ্যুৎ নিগমের কর্মীরা। ঘটনা বামুটিয়ার বিনোদিনী চা বাগানে। বাগানের সীমানার ভেতর লাগানো এই গাছগুলো কাটার বিষয়ে সঠিক কোন যুক্তি দেখাতে পারেনি নিগমের কর্মীরা। কারণ বিদ্যুৎ পরিবাহী তারের কাছাকাছি এই গাছ যদি থাকে তাহলে প্রয়োজনে ডাল কাটা যেত। এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের পথে হাঁটছে বিনোদিনী বাগান কর্তৃপক্ষ।

                বামুটিয়ার বিনোদিনী চা বাগান কর্তৃপক্ষ রাস্তার পাশে তাদের সীমানার ভেতর বন দপ্তরের সহযোগিতায় প্রায় পাঁচ বছর আগে বেশ কিছু আগর গাছ রোপন করেছিল। এই কাছ গুলো বর্তমানে অনেকটাই বড় হয়েছে। কিন্তু গেছে বুধবার নিগমের কর্মচারীরা বাগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে প্রায় ১০০ টি আগর গাছ মাঝ বরাবর কেটে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করলেন বিনোদিনী চা বাগানের ডাইরেক্টর বিশ্বনাথ বণিক। তিনি অভিযোগ করেন বিদ্যুৎ পরিবাহী তার থেকে অনেকটাই নিচে এবং উনাদের জমির ভেতর এই গাছগুলো ছিল। তারপরেও অনৈতিকভাবে কাটা হয়েছে গাছগুলো। তিনি আরো বলেন যদি বিদ্যুৎ পরিবাহী তারের কোন সমস্যা হতো তাহলে গাছগুলোর ডাল কাটা যেত। কিন্তু তা না করে গাছের মাঝ বরাবর কেটে দিয়েছে নিগমের কর্মীরা। এই বিষয়ে সোমবার বনদপ্তরের আধিকারিকরা এই স্থান পরিদর্শন করেছেন। পাশাপাশি বনদপ্তরের তরফে কথা বলা হয়েছে নিগমের সাথে। কিন্তু এই গাছ কাটার বিষয়ে নিগমের তরফেও কোন ধরনের সঠিক স্পষ্টিকরণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ বণিক। এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow