নাবালিকা বিয়ের বিরুদ্ধে পুলিশের মামলা দিল মহকুমা শাসক
দেরিতে হলেও নাবালিকা বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে এবার মামলা করল মোহনপুর মহকুমা প্রশাসন। সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকায় একটি নাবালিকা বিয়ে হয়। এই বিষয়ে এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাইল্ড মেরিজ প্রোটেকশন অফিসার (এসডিএম)।

দ্যা ফ্যাক্ট :- এয়ারপোর্ট থানার অন্তর্গত সবুজ সংঘ এলাকায় নাবালিকা বিয়ের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের করল চাইল্ড ম্যারেজ প্রোডাকশন অফিসার ( মহকুমা শাসক)। সম্প্রতি এই এলাকাতে এক নাবালিকাকে বিয়ে করানোর বিষয়ে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করার জন্য বলা হয়েছে অভিযোগ পত্রে। সম্ভবত মোহনপুর মহকুমা এলাকাতে নাবালিকা বিয়ে প্রতিরোধে এই প্রথম পুলিশে মামলা দায়ের করা হলো।
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নাবালিকা বিয়ের ঘটনা সংঘটিত হচ্ছে। প্রাথমিকভাবে মহকুমা প্রশাসন এবং পুলিশ সেই বিয়েগুলো বন্ধ করলেও পরবর্তী সময়ে গোপনে হয়ে যাচ্ছে বিয়ে। কোন ক্ষেত্রেই মামলা নেওয়া হচ্ছে না। হচ্ছে না গ্রেফতার। নেই অভিযুক্তদের সাজা প্রধানের উদ্যোগ। তবে এবার কঠোর পদক্ষেপ নিল মোহনপুর মহকুমা প্রশাসন। সম্প্রতি বামুটিয়া সবুজ সংঘ এলাকার নাবালিকা বিয়ে সংঘটিত হয়েছে। নাবালিকার বাড়ি তালতলা এলাকায়। মহাকুমা প্রশাসনের তরফে এই এলাকার তপন বিশ্বাস সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশে। এই বিয়েতে যে বা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা গ্রহণ করার কথা বলা হয়েছে অভিযোগ পত্রে।
উল্লেখ্য মোহনপুর মহকুমা এলাকাতে প্রতিনিয়ত যেভাবে নাবালিকা বিয়ে কহচ্ছ তা প্রতিহত করতে মহকুমা প্রশাসনের এই ধরনের উদ্যোগ আগামী দিনে অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে ধারণা করছেন সচেতন মহল।
What's Your Reaction?






