মোহনপুর মহকুমা প্রশাসন শুরু করলো হেল্প ডেক্স, জারি হেল্পলাইন নাম্বার

৬০৩৩৪৬৪১২২ এই নাম্বারে কল ও হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা

Jan 7, 2024 - 02:43
Jan 7, 2024 - 03:53
 0  40
মোহনপুর মহকুমা প্রশাসন শুরু করলো হেল্প ডেক্স, জারি হেল্পলাইন নাম্বার
মোহনপুর মহকুমা প্রশাসন নতুন পরিষেবা চালুকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন।ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-নাগরিক পরিষেবা প্রদানে নতুন সংযোজন মোহনপুর মহকুমা প্রশাসনের। হেল্প ডেক্স নামক এই নতুন পরিষেবা নাগরিকদের অতি দ্রুত এবং সঠিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভূমিকা নেবে। পাশাপাশি দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। শনিবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয় সাংবাদিক সম্মেলনে জানান মহকুমা শাসক সুভাষ দত্ত।

                মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে শুরু করা হবে হেল্প ডেক্স। মহকুমা শাসক সুভাষ দত্ত জানান যারা মহাকুমা শাসক কার্যালয়ে বিভিন্ন পরিষেবা নিতে আসবেন তাদের কোন সেকশনে যাওয়ার দরকার নেই। সরাসরি চলে যাবেন হেল্প ডেক্সে। সেখান থেকে গৃহীত আবেদনপত্র বিভিন্ন সেকশনে চলে যাবে। দিনে তিনবার বিভিন্ন সেকশনে পাঠানো হবে গৃহীত আবেদন পত্র। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন বিকেল তিনটা থেকে বিভিন্ন বিভাগে আবেদনকারী প্রথম ২০ জনকে সার্টিফিকেট প্রদান করা হবে। বিশেষ করে জনগণ বিভিন্ন নথিপত্র বের করার ক্ষেত্রে দালাল নির্ভরতা দূর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মহকুমা শাসক সুভাষ দত্ত। তিনি আরো জানান ইতিমধ্যেই মহাকুমা প্রশাসনের উদ্যোগে ৬০৩৩৪৬৪১২২ নাম্বার যুক্ত মোবাইল পরিষেবা শুরু করা হয়েছে। যেকোনো ব্যক্তি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে বিভিন্ন অভিযোগ, অনিয়ম এবং বেআইনি কার্যকলাপের বিষয়ে জানাতে পারবেন। অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখারও আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। এই ফোন নাম্বারটি মহকুমা শাসক নিজের হাতে রাখবেন।

 পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিভিন্ন ভুয়া কাজকর্ম এড়াতে জমির কাগজের সাথে আঁধার নাম্বার যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নাগরিকদের আহ্বান করা হয় প্রত্যেকে নিজ নিজ এলাকা তহশিলে গিয়ে নিজের জমির কাগজের সাথে আঁধার নাম্বার যুক্ত করতে। এছাড়ো মহকুমা শাসক জনগণের প্রতি অনুরোধ করেন যে কোন পরিষেবা এবং নথিপত্র তৈরীর ক্ষেত্রে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি দপ্তরে এসে আধিকারিকদের সাথে পরামর্শ করে সঠিক পরিষেবা গ্রহণ করতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow