স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২৪ এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Nov 21, 2024 - 23:15
 0  9
স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২৪ এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী
হেরিটেজ ফেস্টিভ্যালের সূচনা করে বিভিন্ন স্টল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :-আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সূচনা হলো হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২৪। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই ফেস্টিভালের সূচনা করেছেন বৃহস্পতিবার।

ত্রিপুরায় এই নিয়ে তৃতীয়বার হেরিটেজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে মুখ্যমন্ত্রী এর আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে যুবক-যুবতীরা এই হেরিটেজ ফেস্টিভ্যালে অংশ নিতে এসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যতক্ষণ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত দেশ সম্পূর্ণভাবে উন্নত হবে না। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয়তার আগেই অনেক কিছু প্রদান করেছেন।

তিনি আরও জানান, আগে ত্রিপুরায় একটিমাত্র জাতীয় সড়ক ছিল, বর্তমানে তা বেড়ে ছয়টি হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষে বিশাল সংখ্যক যুব সম্প্রদায় রয়েছে, যারা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই উপলক্ষে, মুখ্যমন্ত্রী দেশের ভেতরে এবং দেশের বাইরে যুবশক্তির গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় এবং ত্রিপুরার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকা রিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow