ধনপুরে BJP-র ঝড়ু হাওয়ার সামনে বিরোধীর ঝিমানো প্রচার
ধনপুরের থলি বাড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে,CPI(M)র মিছিল
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ধনপুর বিধানসভা আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে থলিবাড়ি এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে রবিবার মিছিল সংগঠিত করে সিপিআই(এম)। থলিবাড়ি এলাকায় উপজাতি অংশের দলীয় সমর্থকরা এই মিছিল সংঘটিত করে। মিছিল থেকে আওয়াজ তোলা হয় কৌশিক চন্দকে বিপুল ভোটে জয়ী করানোর।
সিপিআই(এম) এই ধনপুর বিধানসভা কেন্দ্রে বরাবর নিজেদের মজবুত অবস্থান নিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিধানসভা কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এই আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে উপ নির্বাচনকে কেন্দ্র করে সিপিআই(এম) নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে মাঠে নেমেছে। কিন্তু গত বিধানসভা নির্বাচনে প্রচারে যে ধরনের ধার ছিল সিপিআইএমের উপনির্বাচনকে কেন্দ্র করে তার ব্যতিক্রম ছবি ধরা পড়ছে প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে। যদিও দলীয় নেতৃত্বরা দাবি করেন সাংগঠনিকভাবে মানুষের কাছে যাওয়া, একেকজন ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করা, ছোট ছোট সভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করা হবে। তবে দলের এই রণ কৌশল শাসকদল বিজেপির ব্যাপক প্রচারের সামনে ভোট বাক্সে কতটা ফলপ্রসু হবে তা এখন সময়ের অপেক্ষা।
What's Your Reaction?