দেহরক্ষীর ব্যবহৃত রিভলবার উধাও,থানায় GD এন্ট্রি
EM-র দেহরক্ষীর ব্যবহৃত সরকারি রিভলবার নিখোঁজের ঘটনায় কোনো তথ্য দিতে পারলনা অভিযুক্ত।
দ্যা ফ্যাক্ট :-দেহরক্ষীর কাছ থেকে সরকারি রিভল্ভার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো কোনো পরিষ্কার তথ্য আসেনি। টিটিএএডিসির ইএম রোনিয়াল দেববর্মার দেহরক্ষীর রাজেশ দেববর্মার সার্ভিস রিভলবারের গুলি সহ উধাও হয়েগেছে।এই বিষয়ে লেফুঙ্গা থানাতে জিডি এন্ট্রি করাহয়।
লেফুঙ্গা এলাকার নিবাসী রাজেশ দেববর্মা বর্তমানে ইএম রোনিয়াল দেববর্মার দেহরক্ষীর দায়িত্ব রয়েছে। প্রশ্ন উঠছে যে নিজে সার্ভিস রিভলবার রক্ষা করতে পারে না সে একজন ভিআইপির রক্ষা কিভাবে করবে। জানা গেছে গত ৪ তারিখ থেকে তার নাইন এমএম সার্ভিস রিভলবারের কোন খোঁজ নেই। তাঁর ভেতর ছিল ১০ রাউন্ড তাজা কার্তুজ। এই ঘটনার প্রায় এক সপ্তাহ গোপন রাখার পর লেফুঙ্গা থানাতে জিডি এন্ট্রি করল রাজেশ দেববর্মা। একজন ভিআইপির দেহরক্ষী হিসেবে তাঁর সার্ভিস রিভলবার হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার মত ঘটনা অত্যন্ত স্পর্শ কাতর। যদি এই রিভলবার কোন দুষ্ট চক্রের হাতে পড়ে তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে অতিসত্বর পুলিশ রাজেশ দেববর্মাকে জোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে রিভলবার উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
What's Your Reaction?