কৃষকের ফসল ধ্বংস করে গ্রেফতার অভিযুক্ত

বামুটিয়ার দক্ষিণ গাঙ্গুটিয়া গ্রামে কৃষকের উৎপাদিত ফসল কেঁটে ধ্বংস করে দিয়েছিল অভিজিৎ সরকার। সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

May 14, 2024 - 03:26
 0  30
কৃষকের ফসল ধ্বংস করে গ্রেফতার অভিযুক্ত
কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করে গ্রেফতার অভিযুক্ত।

দ্যা ফ্যাক্ট :- পূর্ব শত্রুতার জেরে কৃষকের উৎপাদিত ফসল ধ্বংস করে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনা বামুটিয়ার দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামে। অভিযুক্তের নাম অভিজিৎ সরকার। ইন্দ্রনগর স্থিত তাঁর নিজ বাড়ি থেকে সোমবার সকালে তাঁকে গ্রেফতার করেছে লেফুঙ্গা থানার পুলিশ।

                         শুক্রবার গভীর রাতে দক্ষিণ গাঙ্গুটিয়া গ্রামের রায়চান সরকারের উৎপাদিত ফসল গাছ কেঁটে নষ্ট করে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি এন্থনি দেববর্মা। ইতিপূর্বেও এলাকাতে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু সঠিক কারো নামে অভিযোগ এবং সাক্ষী প্রমাণ না থাকার কারণে অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী, সাক্ষী এবং প্রমাণ যথেষ্ট পরিমাণ রয়েছে। অভিযুক্ত সবজি গাছ কেঁটে পালিয়ে যাওয়ার সময় তাঁর হেলমেট জমিতে ফেলে গেছে। এই হেলমেট এর মাধ্যমে অভিযুক্তকে বিজ্ঞানসম্মতভাবে শনাক্ত করা একেবারে সহজ পদ্ধতি। স্থানীয়দের দাবি কৃষকের ব্যাপক ক্ষতি করা দায়ে এই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow