দুর্গা বাড়ির চা বাগানে আর্থিক অনিয়ম ফিরিয়ে আনর চেষ্টা,অভিযোগ এডমিনিস্ট্রেটরের
দুর্গাবাড়ির চা বাগানে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে শুরু হয়েছে অনলাইন পেমেন্ট। ব্যাংকের সার্ভার খারাপ থাকার কারণে শ্রমিকদের মজুরি প্রদান করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে শ্রমিকরা। অন্যদিকে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে বাগান কর্তৃপক্ষ ক্ষেত্রকে।

দ্যা ফ্যাক্ট :- দুর্গা বাড়ির চা বাগানে শ্রমিকদের মজুরি প্রদানের বিলম্বের বিষয়ে ব্যাংকের সার্ভার খারাপ থাকার বিষয়টিকে দায়ী করেছেন বাগান কর্তৃপক্ষ। পাশাপাশি বাগানের একটা স্বার্থান্বেষী গোষ্ঠি পুনরায় বাগানে আর্থিক অনিয়ম ফিরিয়ে আনতে কেশ লেনদেনের দাবি তুলছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই স্পষ্টিকরণ দেওয়া হল বাগান কর্তৃপক্ষের তরফে।
দুর্গা বাড়ি চা বাগানে শ্রমিকরা সঠিক সময়ে মজুরি না পেয়ে অভিযোগ করলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের অভিযোগ শনিবার তাদের মজুরি প্রদান করার কথা থাকলেও মঙ্গলবার পর্যন্ত প্রদান করা হয়নি তাদের মজুরি। পাশাপাশি অনলাইন পেমেন্টের পরিবর্তে ক্যাশ পেমেন্ট করার দাবি করেছেন তারা। এই বিষয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে বাগানের অ্যাডমিনিস্ট্রেটর হারাধন চন্দ্র দাস বলেন ব্যাংকে যথা সময়ে অর্থ জমা করা হয়েছিল। কিন্তু সার্ভার খারাপ থাকার কারণে শ্রমিকদের একাউন্টে যথাসময়ে অর্থ প্রদান করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার বিকেল নাগাদ প্রত্যেক শ্রমিকের একাউন্টে উনাদের মজুরি প্রদান করা হয়ে গেছে। পাশাপাশি তিনি আরো বলেন তিনি এই বাগানের দায়িত্ব গ্রহণ করার পূর্বে ক্যাশ ট্রানজেকশনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার নয় ছয় হয়েছে। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর সমস্ত লেনদেন অনলাইন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো দুষ্ট চক্রকে সক্রিয় করে বাগানের অর্থ নয়ছয় করার চেষ্টা করছে। তবে তা কোনোভাবেই করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন হারাধন চন্দ্র দাস। পাশাপাশি এদিনের এই সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান বিগত দিনে যে পরিমাণ অর্থের ঘোটালা হয়েছিল তা বেশিরভাগ রিকভারি হয়ে গেছে। বিগত চার বছরের অডিট প্রায় শেষের পথে। পূর্বতন কমিটি বাজারে যে পরিমাণ অর্থ বাকি রেখেছিল সেই অর্থ রিকভারি প্রায় শেষের পথে। বর্তমানে বাগানে শ্রমিকদের পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগানের ম্যানেজার আসিস অধিকারী সহ অন্যান্য আধিকারিক ও শ্রমিকরা।
What's Your Reaction?






