হর ঘর তিরঙ্গার অঙ্গ হিসেবে মোহনপুরে অনুষ্ঠিত ক্যুইজ প্রতিযোগিতা

মোহনপুর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যুইজ প্রতিযোগিতা। হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুর বিধানসভা ভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের ল্যাপটপ, মোবাইল, স্মার্ট ওয়াচ, বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা করেছেন মন্ত্রী রতন লাল নাথ।

Aug 12, 2025 - 23:59
Aug 13, 2025 - 00:08
 0  7
হর ঘর তিরঙ্গার অঙ্গ হিসেবে মোহনপুরে অনুষ্ঠিত ক্যুইজ প্রতিযোগিতা
মোহনপুরে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী রতন লাল নাথ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট  :- হয় ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে মোহনপুর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ক্যুইজ প্রতিযোগিতা। এই ক্যুইজ প্রতিযোগিতায় উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ বলেন ছেলে-মেয়েদের মধ্যে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি সার্বিক জ্ঞান বৃদ্ধি প্রয়োজন। তার জন্য ক্যুইজ একটি উত্তম মাধ্যম। এই ক্যুইজ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অংশ নিয়েছে এদিন। 

মোহনপুর বিধানসভা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে দল। স্বাধীনতা সংগ্রাম এবং ত্রিপুরা নিয়ে ছিল এই ক্যুইজের প্রশ্ন। এদিন মন্ত্রী রতন লাল নাথ নিজেও ক্যুইজ মাস্টারের ভূমিকা গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন একসময় বামপন্থীরা বলেছিল এ আজাদী ঝুঠা হে। যদি ভারতবর্ষ স্বাধীন না হতো তাহলে আমরা এখনো পরাধীন থাকতাম। হয়তো বামেরা এমনটাই চেয়েছিল। অন্যদিকে মন্ত্রী বলেন বর্তমান সময়ের শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত পড়াশোনা করলেই হবে না। সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। আগামী দিনে কে আইপিএস হবে, কে আইএএস হবে, কে ডাক্তার হবে তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। এদিনের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে হরিনাখোলা হাই স্কুলের জুই দাস ও জয়দীপ দেব, দ্বীতিয় স্হান ফিটিকছড়া ইংরেজি মাধ্যম স্কুলের দেবলীনা ভোমিক, অদিতি শর্মা, তৃতীয় স্থান দখল করে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শুভ্রনীল সাহা,শায়ন দাস। এই ক্যুইজ প্রতিযোগিতাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মাসহ, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow