দানিয়েলের মৃত্যুর ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ কৃষি মন্ত্রীর
বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সোমবার পশ্চিম জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দানিয়েল দেববর্মা ও তাঁর বন্ধুদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

দ্যা ফ্যাক্ট :-সম্প্রতি দুষ্টুদের আক্রমণে নিহত হয়েছে দানিয়েল দেববর্মা।মন্ত্রী প্রথম রতন লাল নাথ সোমবাথ টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গার বিএসি চেয়ারম্যান রনবির দেববর্মা এবং দলিয় কার্যকর্তাদের নিয়ে প্রয়াত দানিয়েল দেববর্মার বাড়িতে যান। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গ সাথে সাক্ষাৎ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও মন্ত্রী একই ঘটনার অন্য এক আহত যুবকের বাড়িতেও যান ও পরিবারের সঙ্গে কথা বলেন।
এদিন মন্ত্রী বলেন দানিয়েল দেববর্মা সদ্য মাধ্যমিক পাস করেছে। সে তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। ফেরার সময় একদল দুষ্কৃতীর হাতে তাঁরা আক্রান্ত হয় তৈরাজবাড়ি এলাকাতে । দানিয়েল গুরুতর আহত হয়। পরদিন তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।যেখানে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। মন্ত্রী জানান এই ঘটনায় গোটা এলাকা শোক ও ক্ষোভে ফেটে পড়েছে। আমি এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। দোষীদের শাস্তি নিশ্চিত করতেই হবে।
তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে দোষীদের বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দোষীদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি । পরিবার ন্যায়বিচার চায়, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। মন্ত্রী বলেন আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি পুলিশ যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। আমরা আশাবাদী, দোষীরা খুব শীঘ্রই গ্রেফতার হবে।
What's Your Reaction?






