বাজালঘাটে সম্পত্তি আত্মসাৎ এর লক্ষ্যে সাংবাদিক পরিবারের উপর আক্রমণ
দুষ্কৃতীদের আক্রমণে আক্রান্ত সাংবাদিক কন্যা। ঘটনা বামুটিয়ার বাজালঘাট গ্রামে। মঙ্গলবার সকালে মরোপ পত্রিকার সাংবাদিক সওদাগর সিনহার পরিবারের উপর আক্রমণ চালায় স্থানীয় কতৃপয় দুষ্কৃতি। ঘটনা স্থলে ছুটে আসেন গ্রামবাসী। আসে পুলিশ। অভিযুক্তদের বিষয়ে লেফুঙ্গা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিগৃহীত পরিবারের তরফে।

দ্যা ফ্যাক্ট :- কর্মরত সাংবাদিকের পরিবারের উপর প্রকাশ্যে আক্রমণ চালানোর স্থানীয় দৃষ্টিদিরা। মারধোর করা হয়েছে সাংবাদিকের যুবতী কন্যাকে। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়ার বাজালঘাট গ্রামে। জানা গেছে সাংবাদিক সওদাগর সিনহার বড় বোনের সম্পদ আত্মসাৎ করার লক্ষ্যে দুষ্কৃতীরা এই আক্রমণ সংঘটিত করেছে। গোটা বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে।
লেফুঙ্গা থানার অন্তর্গত বাজাল ঘাট গ্রামের সওগর সিনহার বড় বোন কমল প্রভা সিং প্রায় ৯০ বছর বয়সে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত। উনাকে দেখাশোনা করেন সওদাগর এবং তার পরিবার। মঙ্গলবার সকালে সওদাগর তার বোনের জন্য একটি খাট কিনে বাড়িতে পাঠান। সেই সময় এলাকার রাধা কিশোর সিনহা, সান্তনু সিনহা, মন্দিপ সিনহা, প্রতাপ সিনহা, প্রদীপ সিনহা, সন্দীপ শর্মা, দুলাল সিনহা এবং আশুতো সিনহা বাড়িতে প্রবেশ করে। কেন খাট কিনে আনা হয়েছে প্রশ্ন করেন তারা। আরো প্রশ্ন করেন কমল প্রভা প্রয়াত হয়েছেন কিনা? এই নিয়ে পরিবারের সাথে শুরু হয় বাকবিতন্ডা। একসময় সওদাগরের মেয়েকে মারধোর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি যুবতী মেয়েকে শ্লীলতা হানির করার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে স্থানীয় সাংবাদিকরা ছুটে গিয়ে যুবতী মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
যতদূর জানা গেছে বৃদ্ধা কমল প্রভা দেবীর বেশ কিছু সম্পদ রয়েছে। সেই সম্পদ এবং অর্থ প্রতিবেশী এই দুষ্কৃতীরা আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বৃথা কোনভাবেই তাদের এই চাপে মাথা নত করেননি। যেহেতু সওদাগর তার বোনকে দেখাশুনা করছেন তার জন্য এই দুষ্কৃতীরা ঠিকভাবে বৃদ্ধার উপর চাপ সৃষ্টি করতে পারছেন না। সওদাগরকে এই জায়গা থেকে বিতাড়িত করে সমস্ত সম্পদ এই দুষ্কৃতীরা আত্মসাৎ করতে চাইছে বলে অভিযোগ। এমনকি যদি সমস্ত সম্পদ এই দুষ্কৃতীদের নামে না করে দেওয়া হয় তাহলে সওদাগর এবং তার পরিবারকে খুন করার হুমকি দিয়ে গেছে দুষ্কৃতীরা। এদিকে সাংবাদিক পরিবারের উপর আক্রমণকে কেন্দ্র করে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকরাও ঘটনা স্হলে ছুটে গেছেন। সাংবাদিকদের তরফে দাবি করা হয়েছে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।
What's Your Reaction?






