জঙ্গল থেকে অবৈধ কাঠ উদ্ধার করল বামুটিয়া ফাঁড়ির পুলিশ
স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বামুটিয়ার সূর্য চৌমুহনী এলাকার জঙ্গল থেকে অবৈধ কাঠ উদ্ধার করল পুলিশ
দ্যা ফ্যাক্ট :- বিক্রির জন্য জঙ্গলে লুকিয়ে রাখা অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ।বামুুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বেড়ীমুড়ার সূর্য চৌমুহনি এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে এই অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছেন বামুটিয়া ফাঁড়ির ওসি এন্থনি জমাতিয়া। এইদিন সকালে জঙ্গলে ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এই কাঠ গুলো। বামুটিয়া ফাঁড়ির ওসি এন্থনি জমাতিয়া জানান উনাদের কাছে খবর আসে এই এলাকাতে রাতের আঁধারে এনে বেশ কিছু অবৈধ কাঠ রাখা হয়েছে। সেই খবর ভিত্তিতেই অভিযান চালানো হয় এই এলাকাতে। কাঠ উদ্ধার করা সম্ভব হলেও কাঠের মালিককে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিলেন এন্থনি জমাতিয়া।
What's Your Reaction?