বামুটিয়ার কালীচরণ টিলার নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কলহ কেড়ে নিল দুটি প্রাণ
দ্যা ফ্যাক্ট:-বামুটিয়ার কালীচরণটিলা গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী এবং স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শনিবার। দীর্ঘ বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি সন্ধ্যা বৈরাগী। স্ত্রীর অসুস্থতা এবং পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল বৈরাগী এবং স্ত্রী দুজনই আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাবুল বৈরাগী স্ত্রী সন্ধ্যা বৈরাগী দীর্ঘ বছর যাবত শারীরিক অসুস্থ থাকে কেন্দ্র করে বহিঃরাজ্যে গিয়েও চিকিৎসা করিয়ে কোন লাভ হয়নি। সময় বাড়ার সাথে সাথে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। এরমধ্যে বাবুল বৈরাগীর দুই ছেলে অসুস্থ মাকে সঠিকভাবে দেখাশোনা এবং চিকিৎসা করানোর বিষয়ে দায়িত্ব-নিচ্ছিলনা বলে বিভিন্ন সময় মানুষের কাছে অভিযোগ করেছিলেন বাবুল বৈরাগী। এরই মধ্যে সম্প্রতি প্রতিবেশীদের কাছে ছেলেদের আচরণকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করতেন তিনি। এমনকি আত্মহত্যা করার ও কথা বলেছিলেন অনেকের কাছে। অবশেষে এই ঘটনাই সংঘটিত হলো। শনিবার সকালে সন্ধ্যা বৈরাগী বিছানায় প্রাকৃতিক কাজ করে। বাবুল বৈরাগী স্ত্রীকে বাইরে এনে স্নান করিয়ে ঘরে নিয়ে যায়। তারপর আর তাঁদের দেখা যায়নি বলে জানায় বাবুলের পুত্রবধূ। এরই মধ্যে হঠাৎ সন্ধ্যা বৈরাগীর ঝুলন্ত দেহ ঘরের ভিতর দেখতে পায় পুত্রবধূ। কিন্তু তিনি ছুটে গিয়ে উনাদের বাঁচানোর চেষ্টা না করে স্বামী এবং ভাসুরকে ফোন করে ডেকে এনেছেন বলে জানান। ছেলে এবং প্রতিবেশীরা ছুটে এসে দেখেন স্বামী স্ত্রী দুজনের মৃত দেহ ঝুলছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মেরে নিজেও আত্মঘাতী হয়েছেন বাবুল বৈরাগী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে।
What's Your Reaction?