দুর্গা প্রসন্ন খুন কাণ্ডে পুলিশের জালে প্রদ্যুৎ
ঊষা বাজারের দুর্গা প্রসন্ন দাস খুনকাণ্ডে এক অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। শুরু হয়েছে জোর জিজ্ঞাসাবাদ।
দ্যা ফ্যাক্ট:-দুর্গা প্রসন্ন দাস খুনকান্ডে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। অভিযুক্তের নাম প্রদ্যুৎ ধর চৌধুরী। এয়ারপোর্ট থানার পুলিশ আটক করে ওনাকে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম আগরতলা থানায়।
মঙ্গলবার শালবাগানে গুলি করে খুন করা হয়েছিল দুর্গা প্রসন্ন দাসকে। ঊষা বাজারের ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক হবার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দুর্গা প্রসন্ন। উনার নামেও অপহরণ কান্ড থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। তাছাড়া ঊষা বাজারে সিপিডব্লিউর বাণিজ্যকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছিল। পিস্তল, গুলি, অপহরণ, খুন প্রায় স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল ঊষা বাজারে। দীর্ঘদিন ধরেই এটা অনুমান করা হচ্ছিল এই ধরনের একটা ঘটনা সংঘটিত হতে পারে। অবশেষে হল তাই। দুর্গা প্রসন্ন দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে শালবাগানে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পেছনে নামজাদা মাফিয়াদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন দুর্গা প্রসন্নের স্ত্রী। এরপরই প্রদ্যুৎ ধর চৌধুরীকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আরো একাধিক মাফিয়া দের জালে তুলতে পারে পুলিশ।
What's Your Reaction?