চেয়ার ছাড়লেন জিরানিয়ার SDM, দায়িত্ব নিল স্কুল পড়ুয়া

জিরানিয়া মহাকুমা শাসক প্রথম শ্রেণীর শিক্ষার্থীর SDM হওয়ার সাধ পূরণ করলেন

Feb 18, 2024 - 03:46
Feb 18, 2024 - 03:48
 0  276
চেয়ার ছাড়লেন জিরানিয়ার SDM, দায়িত্ব নিল স্কুল পড়ুয়া
শিক্ষার্থীর আবদার মূলে ২ মিনিটের জন্য জিরানিয়া মহকুমার মহকুমা শাসক হল এই স্কুল পড়ুয়া।

সুমন মহালনবীশ,দ্যা ফ্যাক্ট:-২ মিনিটের জন্য মহকুমা শাসক হলেন প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী। ছোট্ট শিশুটির মহকুমা শাসক হওয়ার আবদার ফেলতে পারলেন না মহকুমা শাসক। নিজের চেয়ার ছেড়ে এই ছোট্ট শিক্ষার্থীকে মহকুমা শাসকের চেয়ারে বসিয়ে ২ মিনিটের জন্য এসডিএম হওয়ার সুযোগ করে দিলেন এই স্কুল পড়ুয়া ছাত্রকে। ঘটনা ত্রিপুরার জিরানিয়া মহকুমা শাসক কার্যালয়ে।

সম্প্রতি পশ্চিম জেলার পুরাতন আগরতলা আরডি ব্লক এলাকার বর্ধমান ঠাকুরপাড়া জেবি স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন দপ্তরে শিক্ষামূলক ভ্রমণের জন্য নিয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, থানা, মহকুমা শাসক কার্যালয়, ব্লক সহ বিভিন্ন স্থানে আধিকারিকরা কিভাবে দায়িত্ব পালন করেন সেগুলো হাতে-কলমে দেখানো হয় শিক্ষার্থীদের। তারই অঙ্গ হিসেবে জিরানিয়া মহাকুমা শাসক কার্যালয়ের বিভিন্ন শাখাতে শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখানো হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এসেছিল জিরানিয়া মহকুমা শাসক কার্যালয় ঘুরে দেখতে। সমস্ত বিভাগ ঘুরে দেখার পর শিক্ষার্থীরা উপস্থিত হয় জিরানিয়া মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমার কক্ষে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন মহকুমা শাসকের সাথে। এরই মধ্যে প্রথম শ্রেণীর জনজাতি এক ছাত্র মহকুমা শাসককে ককবরক ভাষায় এক ব্যতিক্রমী আবদার করে বসলো। যা শুনে মহকুমা শাসক নিজেও হতবাক। শিক্ষার্থীর দাবি ২ মিনিটের জন্য মহকুমা শাসক হতে চায়। মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা এই ছোট্ট শিক্ষার্থীর এই আবদার কোনোভাবেই অস্বীকার করলেন না। ছেড়ে দিলেন নিজের চেয়ার। এই চেয়ারে বসলো এই খোদে শিক্ষার্থী। তাঁর মধ্য দিয়ে ২ মিনিটের জন্য মহকুমা শাসক হওয়ার স্বপ্ন পূরণ হলো। এই ছোট্ট শিক্ষার্থীর আবদার রক্ষা করতে মহকুমা শাসক যেভাবে নিজের চেয়ার ছাড়লেন তাঁকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আরও দারুন অনুপ্রেরণা ও বড় হবার এক বুক স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে ফিরল এই দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow