মোহনপুরে এসডিপিওর কোয়ার্টার তালা বন্ধ ১৬ দিন যাবত
বিদায়ী এসডিপিও সরকারি কোয়াটার তালা বন্ধ করে চলে গেছেন ছুটিতে। সরকারি সম্পদের অপব্যবহার নিয়ে উৎসে প্রশ্ন।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের এসডিপিওর দায়িত্ব থেকে স্থানান্তর হওয়ার ১৬ দিন পরেও নিজের কব্জায় সরকারি কোয়ার্টার রাখলেন বিজয় সেন। বদলির খবর শুনে ছুটিতে চলে গিয়েছিলেন মোহনপুরের বিদায়ী এসডিপিও বিজয় সেন। এখনও পর্যন্ত নিজের গন্তব্যে যোগ দেননি তিনি। এদিকে ১৬ দিন যাবৎ সরকারি কোয়ার্টার তালা বন্ধ করে রেখেছেন বিজয় সেন। প্রশ্ন উঠছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকায়।
গত ১২ সেপ্টেম্বর মোহনপুর এসডিপিওর দায়িত্ব থেকে বিজয় সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন রাতেই দায়িত্বভার গ্রহণ করেছেন সব্যসাচী দেবনাথ। যদিও বিজয় সেন এখনও পর্যন্ত নিজের দায়িত্ব হস্তান্তর করেননি। পাশাপাশি নিজের ব্যবহৃত সরকারি কোয়ার্টার তালা বন্ধ করে রেখেছেন। তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। তাকে স্থানান্তর করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টিএসআর এইট ব্যাটেলিয়নে। কিন্তু বদলির নির্দেশ হাতে আসার আগেই ছুটিতে চলে গেছেন তিনি। জানা গেছে, তিনি তার বর্তমান পোস্টিং স্থলে যোগ দিতে চাইছেন না। ফলে অনেকের কাছে অনুরোধ নিয়ে গেছেন তার স্থানান্তরের নির্দেশ মডিফাই করার দাবিতে। কিন্তু প্রায় ১৬ দিন অতিবাহিত হলেও কোনও কাজ হয়নি। এদিকে মোহনপুরে এসডিপিওর সরকারি কোয়ার্টারে একজন বিদায়ী এসডিপিও ১৬ দিন যাবৎ তালা বন্ধ করে রাখায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে।
এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একজন এসডিপিওকে নিজ এলাকায় ২৪ ঘণ্টা অবস্থান করা প্রয়োজন। কিন্তু পূর্বতন এসডিপিও সরকারি কোয়ার্টার দখলমুক্ত না করায় তা বর্তমান এসডিপিওর জন্য সমস্যার সৃষ্টি করছে। এদিকে নতুন এসডিপিও সব্যসাচী দেবনাথ মোহনপুরে দায়িত্বভার গ্রহণ করার পরেই শুরু করেছেন নেশা বিরোধী অভিযান। ইতিমধ্যেই পঞ্চবটি এলাকায় ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছেন তিনি। বর্তমানে গাঁজা চাষের মরশুমে এই ধরনের অভিযান দিন-রাত নিয়মিত করতে হবে। এই অবস্থায় একজন এসডিপিওর নিজ এলাকায় রাত্রিযাপনের ঠিকানা না থাকলে স্বাভাবিকভাবেই কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?